Thursday 22 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিয়ানমারে উদ্ধার হওয়া ৮ বাংলাদেশি দেশে ফিরছেন আজ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৬ ১২:৩৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত

মিয়ানমারের একটি স্ক্যাম সেন্টার থেকে উদ্ধার হওয়া আট বাংলাদেশি নাগরিক আজ দেশে ফিরছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের বিজি-389 নম্বর ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের পৌঁছানোর কথা রয়েছে।

স্ক্যাম সেন্টার থেকে ভুক্তভোগীদের উদ্ধার এবং তাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং থাইল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করেছে ব্র্যাক। দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশে মানবপাচার ও জোরপূর্বক শ্রমের শিকার ব্যক্তিদের সহায়তায় ব্র্যাক সক্রিয়ভাবে কাজ করে আসছে।

দেশে প্রত্যাবর্তনের পর বিমানবন্দরে ভুক্তভোগীদের জন্য জরুরি সহায়তা এবং প্রয়োজনীয় প্রাথমিক সহায়তা প্রদান করবে ব্র্যাক। পরবর্তীতে তাদের পুনর্বাসন এবং মানসিক সহায়তার বিষয়েও প্রয়োজন অনুযায়ী সহযোগিতা অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

দেশে ফেরত কর্মীদের মধ্যে রয়েছেন, মো. আব্দুল মালেক, হাবিবুর রহমান, রহিম বাদশা, এসকে মিনহাজুল হোসেন, মো. মেহরাজ হাসান, রিয়াজ ফকির, রিপন মিয়া এবং উলহাসায় মারমা।

এর আগে, ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর মিয়ানমার থেকে ১৮ জন বাংলাদেশি নাগরিক দেশে ফেরেন।

সারাবাংলা/একে/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর