নীলফামারী: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নীলফামারীতে বিএনপির এক নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। দলের মনোনীত প্রার্থী থাকা সত্ত্বেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় নীলফামারী ৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের একজনকে অব্যাহতির পাশাপাশি দলের প্রাথমিক সদস্যপদ থেকেও বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নীলফামারী ৪ আসনে বিএনপির দলীয় সিদ্ধান্ত অমান্য করে মোটরসাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় সৈয়দপুর রাজনৈতিক জেলার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, রিয়াদ আরাফাত সরকার রানাকে সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
রিয়াদ আরাফাত সরকার রানার পিতা প্রয়াত মো. আমজাদ হোসেন সরকার (ভজে) দীর্ঘদিন নীলফামারী-৪ আসনে এমপি ছিলেন। সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান ও সৈয়দপুর পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এ অঞ্চলে বিএনপির রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীর বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়াসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে সংশ্লিষ্ট নেতাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে কেউ সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।