Thursday 22 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় জুলাই শহিদের কবর জিয়ারতের পর জামায়াতের প্রচার শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৬ ১৮:১১

বগুড়া: বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে নিহত জুলাই-যোদ্ধা শহীদ রাতুলের কবর জিয়ারতের মাধ্যমে বগুড়া-৬ (সদর) আসনে প্রচারণা শুরু করেছেন জামায়াত মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ৮টায় শহরের নামাজগড় গোরস্থানে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহিদ রাতুলের কবর জিয়ারত করেন আবিদুর রহমান সোহেল।

এ সময় শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, সহকারি সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, শহিদ রাতুলের পিতা জিয়াউর রহমানসহ জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জামায়াত মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল কবর জিয়ারত শেষে উপস্থিত সাংবাদিকদের বলেন, জুলাইয়ের আন্দোলনে অসংখ্য প্রাণের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তাই জুলাই আন্দোলনের শহিদ রাতুলের কবর জিয়ারতের মাধ্যমে আমরা নির্বাচনী প্রচারনা শুরু করলাম। তিনি দলমত নির্বিশেষে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর