Thursday 22 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তামাদি পলিসি চালুতে বিলম্ব মাশুল মওকুফ করেছে রূপালী লাইফ

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৬ ১৮:২৬ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ১৯:৪০

-ছবি : সংগৃহীত

ঢাকা: তামাদি (ল্যাপসড) পলিসি পুনরায় চালুর ক্ষেত্রে বিলম্ব মাশুল মওকুফ করছে বেসরকারি রূপালী লাইফ ইন্স্যুরেন্স। আগামী ১৫ মার্চ পর্যন্ত এ সুবিধা কার্যকর থাকবে।

কোম্পানি সূত্র জানায়, যেসব পলিসি তামাদির সময়কাল ১ থেকে ৫ বছর হয়েছে, সেগুলোর ক্ষেত্রে বিলম্ব মাশুল সম্পূর্ণ মওকুফ করা হয়েছে। ফলে কোনো অতিরিক্ত বিলম্ব চার্জ ছাড়াই এসব পলিসি পুনরায় চালু করা যাবে এবং সংশ্লিষ্ট পলিসির সুযোগ-সুবিধা বহাল থাকবে। তবে যেসব পলিসির মেয়াদ ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ হবে, সেগুলো এই বিশেষ সুবিধার আওতায় আসবে না।

পলিসি চালু বা সচল করতে পলিসি ডকুমেন্ট, পাশবই ও প্রিমিয়াম রশিদসহ কোম্পানির প্রধান কার্যালয়, যেকোনো সার্ভিস সেল অথবা নির্ধারিত ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে প্রিমিয়াম জমা দিতে হবে।

বিজ্ঞাপন

এছাড়া, কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে যেকোনো ব্যাংকের কার্ড ব্যবহার করে অথবা বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে প্রিমিয়াম পরিশোধ করেও পলিসি সচল করা যাবে। বিকাশ/নগদ/রকেটে জমার নম্বর ০১৮৪৮-৩১১৬৮৪। ব্যাংকিং চ্যানেল ব্যবহারে কোনো জটিলতা হলে ০১৮৪৭-১৩৩৭২৪ অথবা ০১৮৪৭-১৩৩৭৩০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

এ উদ্যোগের মাধ্যমে তামাদি হয়ে যাওয়া পলিসিগুলো সহজ শর্তে পুনরায় চালু করার সুযোগ পাবেন গ্রাহকরা বলে আশা করছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স।