ঢাকা: তামাদি (ল্যাপসড) পলিসি পুনরায় চালুর ক্ষেত্রে বিলম্ব মাশুল মওকুফ করছে বেসরকারি রূপালী লাইফ ইন্স্যুরেন্স। আগামী ১৫ মার্চ পর্যন্ত এ সুবিধা কার্যকর থাকবে।
কোম্পানি সূত্র জানায়, যেসব পলিসি তামাদির সময়কাল ১ থেকে ৫ বছর হয়েছে, সেগুলোর ক্ষেত্রে বিলম্ব মাশুল সম্পূর্ণ মওকুফ করা হয়েছে। ফলে কোনো অতিরিক্ত বিলম্ব চার্জ ছাড়াই এসব পলিসি পুনরায় চালু করা যাবে এবং সংশ্লিষ্ট পলিসির সুযোগ-সুবিধা বহাল থাকবে। তবে যেসব পলিসির মেয়াদ ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ হবে, সেগুলো এই বিশেষ সুবিধার আওতায় আসবে না।
পলিসি চালু বা সচল করতে পলিসি ডকুমেন্ট, পাশবই ও প্রিমিয়াম রশিদসহ কোম্পানির প্রধান কার্যালয়, যেকোনো সার্ভিস সেল অথবা নির্ধারিত ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে প্রিমিয়াম জমা দিতে হবে।
এছাড়া, কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে যেকোনো ব্যাংকের কার্ড ব্যবহার করে অথবা বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে প্রিমিয়াম পরিশোধ করেও পলিসি সচল করা যাবে। বিকাশ/নগদ/রকেটে জমার নম্বর ০১৮৪৮-৩১১৬৮৪। ব্যাংকিং চ্যানেল ব্যবহারে কোনো জটিলতা হলে ০১৮৪৭-১৩৩৭২৪ অথবা ০১৮৪৭-১৩৩৭৩০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
এ উদ্যোগের মাধ্যমে তামাদি হয়ে যাওয়া পলিসিগুলো সহজ শর্তে পুনরায় চালু করার সুযোগ পাবেন গ্রাহকরা বলে আশা করছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স।