ঢাকা: আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে তাদের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই দুই প্রার্থী হলেন- পিরোজপুর-৩ আসনের বিএনপি প্রার্থী মো. রুহুল আমীন দুলাল এবং ঢাকা-১০ আসনের জেএসডি প্রার্থী সৈয়দ বেলায়েত হোসেন বেলাল।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে ইসি। কমিশনের উপ-সচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা ওই চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।
জানা গেছে, পিরোজপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. রুহুল আমীন দুলাল এবং ঢাকা-১০ আসনের জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সমর্থিত প্রার্থী সৈয়দ বেলায়েত হোসেন বেলাল সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর নিজেদের জীবনের নিরাপত্তা চেয়ে আবেদন করেন। আবেদনে তারা নির্বাচনি প্রচারের সময় সম্ভাব্য হামলার আশঙ্কা বা হুমকির বিষয়টি উল্লেখ করেছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পাঠানো চিঠিতে ইসি উল্লেখ করেছে, উক্ত দুই প্রার্থী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রধান নির্বাচন কমিশনার বরাবর আবেদন করেছেন। তাদের আবেদনের বিষয়ে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনে সব প্রার্থীর জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করতে এবং প্রার্থীদের নিরাপত্তা রক্ষায় কমিশন বদ্ধপরিকর। এরই অংশ হিসেবে এই প্রশাসনিক আদেশ জারি করা হয়েছে।
পিরোজপুর-৩ ও ঢাকা-১০ আসনের প্রার্থীকে নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ইসি’র
স্টাফ করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৬ ১৮:৪৪ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ১৯:৪০
২২ জানুয়ারি ২০২৬ ১৮:৪৪ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ১৯:৪০
সারাবাংলা/এনএল/এসআর