ঢাকা: ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ৩ হাজার ২৬৩ জন প্রার্থীকে নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চূড়ান্ত নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী ২২ হাজার-৫৩ হাজার ৬০ টাকা মূল বেতন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন।
প্রজ্ঞাপনে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য যেসব শর্তারোপ করা হয়েছে:
প্রশিক্ষণ ও শিক্ষানবিশকাল: প্রত্যেককে বিপিএটিসি বা নির্ধারিত প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ নিতে হবে। দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে; তবে প্রয়োজনে সরকার এই মেয়াদ আরও দুই বছর বাড়াতে পারবে।
স্থায়ীকরণ: শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে সম্পন্ন করা এবং বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর চাকরি স্থায়ী করা হবে। তবে অনুপযোগী বিবেচিত হলে কোনো কারণ দর্শানো ছাড়াই কমিশন তাকে চাকরি থেকে অপসারণ করতে পারবে।
যৌতুক বিরোধী বন্ড: চাকরিতে যোগদানের সময় প্রত্যেককে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে ‘যৌতুক নেবেন না এবং দেবেন না’ মর্মে অঙ্গীকারনামা জমা দিতে হবে।
সম্পদের বিবরণী: যোগদানের সময় এবং পরবর্তী মেয়াদে স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণী দাখিল করতে হবে।
বিদেশে বিয়ে: কোনো কর্মকর্তা বিদেশি নাগরিককে বিয়ে করলে বা করার অঙ্গীকারবদ্ধ থাকলে তার নিয়োগ বাতিল হবে। অন্যান্য নির্দেশনাপ্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্তদের সনদ জাল প্রমাণিত হলে নিয়োগ বাতিলসহ ফৌজদারি মামলা করা হবে। এছাড়া কোনো কর্মকর্তা অনুমতি ছাড়া চাকরিতে অনুপস্থিত থাকলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
যোগদানের সময়সীমা: নিয়োগপ্রাপ্তদের আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে নির্ধারিত দফতরে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদানে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে।
উল্লেখ্য, যোগদানের জন্য কোনো ভ্রমণ বা দৈনিক ভাতা (টিএ/ডিএ) প্রদান করা হবে না।