Friday 23 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে বিএনপি প্রার্থী খৈয়মের নির্বাচনি পথসভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২৬ ১২:০১ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬ ১২:৩৩

রাজবাড়ী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরুর দিনে রাজবাড়ী-১ আসনের ধানের শীষের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের ১ম নির্বাচনি পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে বিনোদপুর কলেজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে এই পথসভা অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুস সামাদ মজনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ধানের শীষের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও প্রধান নির্বাচনি সমন্বয়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব ও প্রধান নির্বাচনি এজেন্ট এবিএম মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপির প্রধান নির্বাচনি সমন্বয়ক গাজী আহসান হাবীব, যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আকমল হোসেন, নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক চৌধুরী আহসানুল করিম হিটু, পৌর নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মোবায়দুল ইসলাম মিরাজ, অর্ণব নেওয়াজ মাহমুদ ঋষিত, পৌর ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী মনিরুল আলম কুটু, সাধারণ সম্পাদক মো. নাসির মিয়া, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. আনিস পাটোয়ারী, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. তৌহিদুল ইসলাম তুহিন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার আহ্বায়ক অশোক কুমার সরকারসহ অন্যান্যরা বক্তব্য দেন। পথসভায় জেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

নির্বাচনি পথসভায় বিগত আওয়ামী লীগ সরকার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর সমালোচনা করে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, গত ১৭ বছর আওয়ামী লীগ সরকার অনিয়ম, দুর্নীতি, লুটপাট, খুন ও গুমের এক রাজত্ব তৈরি করেছে। তারা গণতন্ত্র হনন করে পাতানো নির্বাচন দিয়ে ক্ষমতা ধরে রাখে।এবারের নির্বাচন হবে গণতান্ত্রিক নির্বাচন। যেখানে মানুষ নির্বিঘ্নে নির্ভয়ে তার মূল্যবান ভোট প্রদান করে তার পছন্দের প্রার্থীকে বেঁছে নিবে।

তিনি আরও বলেন, গত ১৭ বছর দেশে ফ্যাসিস্ট সরকার ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছিল। এ সময় মানুষ ভালো থাকতে পারে নাই। এখন সময় এসেছে পরিবর্তনের। ফ্যাসিস্ট সরকার চলে গেলেও দেশে ভোট চুরি করার প্রবণতা এখনো যায় নাই। নানাভাবে মানুষ আপনার অধিকারকে হরণ করার জন্য ব্যস্ত। তাই আপনাদের কাছে আমার অনুরোধ আগামী ১২ তারিখ সকাল সাতটার মধ্যে আপনারা ভোট কেন্দ্রে যাবেন। আগামী দিনে আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিষ্ঠিত হলে আপনি ফ্যামিলি কার্ড পাবেন। ফ্যামিলি কার্ড পেলে আপনি আপনার পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকতে পারবেন। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আপনি কৃষক কার্ড পাবেন, স্বাস্থ্য কার্ড পাবেন বাংলাদেশ বদলে যাবে। সেই পরিবর্তনের জন্য আমাদের একসঙ্গে কাজ করতে হবে।

পথসভা শেষে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এর আগে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম তার মা-বাবা ও বড় ভাইয়ের কবর জিয়ারত করেন। এরপর নির্বাচনি মিছিল নিয়ে ধানের শীষের পক্ষে শ্রমিক দলের নির্বাচনি পথসভাতে যোগ দেন এবং সন্ধ্যার পর প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর