ঢাকা: ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, বিএনপি চাইলে ঢাকা শহরে জামায়াতের কোনো প্রার্থী রাস্তায় নামতে পারবে না। আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই বিএনপি আজকের অবস্থানে এসেছে, তারা কোথাও থেকে ভেসে আসেনি।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর বংশালের সুরিটোলা স্কুলের সামনে নির্বাচনি গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ইশরাক হোসেন বলেন, ‘আমরা দীর্ঘ ১৭ বছরের ত্যাগের রাজনীতি করেছি। আমাদের বহু নেতাকর্মীর রক্ত রয়েছে রাজপথে। অথচ জামায়াতের এক প্রার্থীর সাম্প্রতিক বক্তব্য এখন হাস্যরসে পরিণত হয়েছে।’
জামায়াতকে ‘গুপ্ত বাহিনী’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘এতদিন তারা কোথায় ছিল? ৫ আগস্টের পর হঠাৎ করে তাদের দেখা মিলছে। ২০২৪ সালের আগস্টের পর থেকেই এই গুপ্ত বাহিনীর উদয় হয়েছে। যখন রাস্তায় মানুষ থাকত না, তখন তারা অন্ধকারে ঝটিকা মিছিল করে পালিয়ে যেত। এই ছিল তাদের আন্দোলন।’
বিএনপি প্রার্থী আরও বলেন, ‘আমরা রাজপথে বুক ফুলিয়ে দাঁড়িয়েছি, গুলির মুখে থেকেছি। আর তারা নেতাকর্মীদের উজ্জীবিত রাখতেই এখন এসব বক্তব্য দিচ্ছে।’
জামায়াতের নির্বাচনি ভবিষ্যৎ নিয়েও মন্তব্য করে ইশরাক হোসেন বলেন, ‘তাদের নেতারাও জানেন, ঢাকা শহরের সব আসনে জামানত বাজেয়াপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। নির্বাচনকে ঘিরে যদি তাদের কোনো অশুভ চিন্তাভাবনা থাকে, তাহলে নির্বাচনের আগেই আমরা তাদের ঢাকা থেকে বিতাড়িত করব।’
এ সময় গণসংযোগ কর্মসূচিতে বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।