Saturday 24 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের ৩ জেলা ভ্রমণ না করার জন্য পরামর্শ যুক্তরাজ্যের

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২৬ ১০:৫৮

বাংলাদেশের তিন জেলা ভ্রমণ না করার জন্য পরামর্শ দিয়েছে যুক্তরাজ্য। সাম্প্রতিক পরিস্থিতি ও জাতীয় নির্বাচনকে সামনে রেখে গত ২২ জানুয়ারি যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

যুক্তরাজ্যের নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ জন্য ২২ জানুয়ারি থেকে নির্বাচনি প্রচারণা শুরু হয়েছে। এ সময়ে বেশকিছু এলাকায় জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণের বিরুদ্ধে পরামর্শ দিয়েছে এফসিডিও।

নির্দেশনায় এ সময়ে পার্বত্য চট্টগ্রামে জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ না করতে বলা হয়েছে। এর কারণ হিসেবে বলা হয়েছে, এসব এলাকার প্রত্যন্ত অঞ্চলে সহিংসতা এবং অন্যান্য অপরাধমূলক কার্যকলাপের নিয়মিত খবর পাওয়া যায়। বিশেষ করে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের মতো দুর্গম এলাকায় ঝুঁকি বেশি থাকায় এসব অঞ্চলে অপ্রয়োজনীয় ভ্রমণ নিরুৎসাহিত করা হয়েছে।

বিজ্ঞাপন

সতর্কতায় আরও বলা হয়, নির্দেশনা অমান্য করে ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণ করলে ভ্রমণ বীমা বাতিল হতে পারে এবং জরুরি পরিস্থিতিতে সহায়তা পাওয়া কঠিন হতে পারে।

সারাবাংলা/একে/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর