দীর্ঘ এক মাসের লড়াই শেষে পর্দা নামল বিপিএলের এবারের আসরের। চট্টগ্রামকে হারিয়ে শিরোপা জিতেছে রাজশাহী। এবারের টুর্নামেন্ট শেষে কোন দল ও ক্রিকেটার কত টাকার পুরস্কার পেলেন?
বিপিএলে প্রথমবার খেলতে এসেই চ্যাম্পিয়ন হওয়া রাজশাহী প্রাইজমানি হিসেবে পেয়েছে ২ কোটি ৭৫ লাখ টাকা। প্রাইজমানি হিসেবে রানার্সআপ চট্টগ্রাম পেয়েছে ১ কোটি ৭৫ লাখ টাকা।
ফাইনালের ম্যাচসেরা হয়েছে সেঞ্চুরি পাওয়া তানজিদ তামিম। তিনি পেয়েছেন ৫ লাখ টাকার পুরস্কার। ক্রিস গেইল ও তামিম ইকবালের পর বিপিএল ফাইনালে সেঞ্চুরি করা তৃতীয় ব্যাটসম্যান হলেন তামিম।
১২ ম্যাচে ৩ ফিফটিতে ১৩২.৯৯ স্ট্রাইক রেটে ৩৯৫ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়া পারভেজ ইমন পেয়েছেন ৫ লাখ টাকার পুরস্কার।
২৬ উইকেট নিয়ে এই আসরের সর্বোচ্চ উইকেটশিকারি চট্টগ্রামের শরিফুল ইসলাম। এতে তিনি জিতেছেন ৫ লাখ টাকা। এছাড়াও এই আসরের সেরা ক্রিকেটারও হয়েছেন তিনি। এজন্য শরিফুল পেয়েছেন আরও ১০ লাখ টাকা।
এবারের বিপিএলে ইমার্জিং খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন রিপন মণ্ডল। ৮ ম্যাচেই ১৭ উইকেট নিয়ে রাজশাহীকে চ্যাম্পিয়ন করার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, টুর্নামেন্টে হ্যাটট্রিকও আছে তার। সুপার ওভারেও দলকে জিতিয়েছেন। উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জেতা রিপন পুরস্কার হিসেবে পেয়েছেন ৩ লাখ টাকা।
উইকেটকিপারের ভূমিকা ছেড়ে এবার রংপুর রাইডার্সে লিটন দাস খেলেছিলেন ফিল্ডার হিসেবে। ১১ ম্যাচে ১০টি ক্যাচ ধরে তিনি হয়েছেন টুর্নামেন্টের সেরা ফিল্ডার। এ জন্য পুরস্কার হিসেবে লিটন পেয়েছেন ৩ লাখ টাকা।