নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ। আসন্ন বিশ্বকাপ থেকে বাংলাদেশ তাই ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে। বাংলাদেশ ইস্যুতে সরগরম ভারত ও বাংলাদেশসহ বিশ্ব মিডিয়া। ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন বলছেন, বাংলাদেশ যদি বিশ্বকাপে না আসে তাহলে তাদেরই বেশি ক্ষতি।
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতের মাটিতে খেলতে যেতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। আইসিসির সঙ্গে বেশ কয়েক দফা বৈঠকের পরেও আসেনি সমাধান। বিসিবি সাফ জানিয়ে দিয়েছে, উগ্র হিন্দুত্ববাদি সংগঠনের বিক্ষোভের কারণে ভারতের মাটিতে নিরাপদ বোধ করছে না বাংলাদেশ দল।
ভারতে বিশ্বকাপ না খেলতে বাংলাদেশের অনড় অবস্থান নিয়ে আজহার নিজের ভাবনা জানিয়েছেন বার্তা সংস্থা এএনআইকে। ৬২ বছর বয়সী সাবেক এই ক্রিকেটারের মতে, তার দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্নের কিছু নেই, ‘জানি না তারা আসবে নাকি আসবে না। যদি তারা না আসে, এটা তাদের ক্ষতি। আমাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তারা অভিযোগ জানাতে পারে না। অনেক আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে, কোনো দল অভিযোগ করেনি। কাজেই তারা না এলে এটা তাদের ক্ষতি, তাদের ক্রিকেটারদের ক্ষতি। এটাই আমার বলার আছে। এর বেশি কিছু বলার নেই।’
ভারত বিশ্বকাপের জন্য খুবই নিরাপদ, এমনটাই বলছেন আজহার, ‘আমাদের দেশ খুবই নিরাপদ। তারা বলছে নিরাপত্তার সমস্যা। কিন্তু অনেক দলই খেলছে এখানে, নিউ জিল্যান্ড খেলছে, কদিন আগে দক্ষিণ আফ্রিকা খেলে গেছে। আমি তো কোনো সমস্যা দেখি না। তারা না এলে এটা তাদের সমস্যা।’
ভেন্যু পরিবর্তনের ব্যাপারে আইসিসি উপর হস্তক্ষেপ করেছে বিসিসিআই, অনেকেই এমন অভিযোগ এনেছেন। তবে আজহারের দাবি, ভেন্যু নিয়ে সিদ্ধান্ত শুধুমাত্র আইসিসিই নেবে, ‘এটা আইসিসির ব্যাপার, আইসিসিই ঠিক করবে। টি-টোয়েন্টি বিশ্বকাপ আইসিসির টুর্নামেন্ট, তারাই উপযুক্ত সিদ্ধান্ত নেবে। তারা তো ম্যাচ এখানে-সেখানে বদল করতে পারে না। ম্যাচের সূচি এর মধ্যেই হয়ে গেছে, ড্র হয়ে গেছে। এখন তো ম্যাচ সরিয়ে নেওয়া কঠিন।’