Saturday 24 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শহিদ আবু সাঈদের কবর জিয়ারত জামায়াত আমিরের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২৬ ১১:৩০ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬ ১১:৩২

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন।

রংপুর: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রংপুরের পীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে পীরগঞ্জের বাবনপুর গ্রামে এই জিয়ারতের মধ্য দিয়ে তিনি নিজের উত্তরবঙ্গ সফরের তৃতীয় দিনের নির্বাচনি প্রচার শুরু করেন।

কবর জিয়ারতের সময় শহিদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন জামায়াত আমিরের পাশেই ছিলেন। মোনাজাত ও জিয়ারত শেষে ডা. শফিকুর রহমান আবু সাঈদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে একান্ত সাক্ষাৎ করেন। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

মোনাজাতে তিনি মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করেন: “হে আল্লাহ, জুলাই আন্দোলনে যারা অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্য ও আধিপত্যবাদের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে জীবন দিয়েছে, তুমি তাদের শহিদ হিসেবে কবুল করো। আবু সাঈদের রেখে যাওয়া দায়িত্ব পালন করার তাওফিক আমাদের দান করো। আমরা অঙ্গীকার করছি, তাদের স্বপ্ন ও দাবির পূর্ণ বাস্তবায়ন করব। হে আল্লাহ, তুমি বাংলাদেশের ঘরে ঘরে এমন বিপ্লবী যুবক তৈরি করে দাও, যারা ঈমান ও জাতির পাহারাদার হবে এবং দেশের জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে।”

বিজ্ঞাপন

আবু সাঈদের বাড়ির উঠানে দাঁড়িয়ে তিনি বলেন, “আবু সাঈদসহ সব শহিদদের স্বপ্ন বাস্তবায়নে আমরা ইনশাআল্লাহ লড়াই চালিয়ে যাব। জনগণের আকাঙ্ক্ষা পূরণে আমরা ন্যায়, ইনসাফ ও জবাবদিহিতার বাংলাদেশ গড়তে সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই।”

তরুণ ও যুবক ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “যুবকদের কথা দিচ্ছি— আল্লাহ আমাদের তাওফিক দিলে তোমাদের প্রত্যাশার বাংলাদেশ আমরা গড়ব ইনশাআল্লাহ। এই সমাজের চাবি এবং নেতৃত্ব তোমাদের হাতে তুলে দিয়ে আমরা পেছন থেকে তোমাদেরকে শক্তি ও সাহস যোগাব। তোমাদেরকে সমর্থন ও ভালোবাসা দিয়ে যাব। আগামী নির্বাচনে কাঙ্ক্ষিত ফল ঘরে তুলতে যুবকদের প্রস্তুত হওয়ার আহ্বান জানাই।”

”তোমরা তৈরি হও— আগামী নির্বাচনে তোমাদের ভোটের প্রতিফলন হোক। কেউ যেন তোমাদের ভোট নিয়ে হেলাফেলা করতে না পারে—এ জন্য জুলাই যোদ্ধা হয়ে তোমাদেরকে আরেকবার লড়তে হবে। জনতার বিজয় ছিনিয়ে আনতে হবে। আমরা বিশ্বাস করি আমাদের যুবকরা তা করতে পারবে।”

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মমতাজ উদ্দিন, রংপুর-৬ আসনের প্রার্থী নুরুল আমিন, রংপুর-৪ আসনের প্রার্থী ও এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহসহ জামায়াত-শিবিরের নেতারা।

দলীয় নেতারা জানান, ডা. শফিকুর রহমানের এই সফর উত্তরবঙ্গে জামায়াতের সাংগঠনিক শক্তি সুসংহত করা, জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো এবং আসন্ন নির্বাচন ও গণভোটের প্রেক্ষাপটে দলের অবস্থান স্পষ্ট করার লক্ষ্যে আয়োজিত।

আগের দিন শুক্রবার (২৩ জানুয়ারি) তিনি হেলিকপ্টারযোগে পঞ্চগড়ে এসে জনসভা করেন। এরপর ঠাকুরগাঁও, দিনাজপুর ও রংপুরের টাউন হল চত্বরে জনসভা শেষ করে পীরগঞ্জে আসেন। আজ তিনি গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনায় নির্বাচনি জনসভায় অংশ নেবেন এবং সেখান থেকে ঢাকায় ফিরবেন।

রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এই সফরের মাধ্যমে জামায়াত উত্তরবঙ্গে নিজেদের জনসমর্থন ও সাংগঠনিক অবস্থান আরও শক্তিশালী করতে চাইছে। আবু সাঈদের কবর জিয়ারতের মতো আবেগঘন কর্মসূচি দলের তরুণ ও যুবক সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর