Saturday 24 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটুয়াখালীতে বাসচাপায় মাছ ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২৬ ১১:৫৭

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় বাস চাপায় দিলীপ রায় (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে নীলগঞ্জ ইউনিয়নের কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের ছলিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দিলীপ নীলগঞ্জ ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের দেবেশ রায়ের ছেলে। তিনি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। এর পাশাপাশি পিকআপও চালাতেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে দিলীপ নিজ মোটরসাইকেলযোগে বাড়ি থেকে কলাপাড়া চৌরাস্তা এলাকার মাছ বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন। এ সময় ছলিমপুর এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা বাসটি তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, বাসটি আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর