Saturday 24 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে সমর্থককে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২৬ ১২:০৮

রাজবাড়ী: নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে মোবাইল কোর্টের অভিযানে রাজবাড়ী-২ আসনের বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থীর এক সমর্থককে দুই হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ৮টা থেকে আচরণবিধি প্রতিপালনে নিয়োজিত ম্যাজিস্ট্রেট ও কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ কালুখালী উপজেলায় নির্বাচনি আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণে অভিযান পরিচালনা করেন।

জানাগেছে, অভিযানে রাত ৮টার পর মাইক বাজিয়ে নির্বাচনি প্রচারণা করায় এবং এর মাধ্যমে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর ১৭(খ) লংঘন করায় বিধি ২৭ অনুসারে হাত পাখা মার্কার অনুসারী মো. শুকুর আলীকে ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বিজ্ঞাপন

এছাড়া উপস্থিত অন্যান্য ব্যক্তিদের ভবিষ্যৎ এ এরূপ কর্মকাণ্ড হতে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর