Saturday 24 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে তারেক রহমানের নির্বাচনি প্রচারাভিযান শুরু রোববার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২৬ ১২:৩৬ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬ ১২:৪৫

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

ঢাকা: সিলেটের পর রোববার ২৫ জানুয়ারি চট্টগ্রাম থেকে শুরু হচ্ছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দ্বিতীয় নির্বাচনি প্রচারাভিযান।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে গুলশানে বিএনপির কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে নির্বাচন পরিচালনা কমিটির মূখপাত্র মাহাদী আমীন একথা জানান।

তিনি বলেন, আমাদের নেতা জনাব তারেক রহমান তার নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আজকে চট্টগ্রামে যাচ্ছেন। সফরের শুরুতে তিনি আজ রাত ৭টা ৩৫ মিনিটে ঢাকা থেকে বিমানযোগে চট্টগ্রামে পৌঁছাবেন এবং সেখানে রাত্রি যাপন করবেন।

রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে নয়টায় একটি হোটেলে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘ইউথ পলিসি টক’ এ অংশগ্রহণ করবেন। এই পলিসি টকে তিনি শিক্ষা, কর্মসংস্থান, কৃষি, স্বাস্থ্য, নারী ক্ষমতায়ন, পরিবেশসহ বিভিন্ন বিষয়ে বিএনপির পলিসি নিয়ে আলোচনা করবেন, মতবিনিময় করবেন। এরপর তিনি চট্টগ্রাম পোলোগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনি সমাবেশে অংশগ্রহণ করবেন।

বিজ্ঞাপন

এরপর বিএনপি চেয়ারম্যান ফেনী পাইলট স্কুল মাঠ, কুমিল্লার চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠ, সোয়াগাজীর ডিগবাজি খেলার মাঠ, দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এবং নারায়নগঞ্জের কাঁচপুর বালুর মাঠে বক্তব্য দিবেন।

তিনি জানান, সিলেট সফরের মত চট্টগ্রাম সফরেও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের ত্যাগী নেতারা চেয়ারম্যানের সফরসঙ্গী হবেন।

২২ জানুয়ারি তারেক রহমান সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠ থেকে শুরু করেছেন নির্বাচনি প্রচারাভিযান। ওই দিন সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়নগঞ্জ এর ৭টি সমাবেশে বক্তব্য দেন তিনি।