Saturday 24 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কূটনীতিকদের সঙ্গে রোববার বৈঠকে বসবে ইসি

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২৬ ১২:৫৬

নির্বাচন কমিশন ভবন। ছবি: সারাবাংলা

ঢাকা:‎ ‎বাংলাদেশে কর্মরত সব বিদেশি মিশনের কূটনীতিকদের সঙ্গে আগামীকাল বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর হোটেল ওয়েস্টিনে সকাল সাড়ে ১০টায় এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। ‎সম্প্রতি নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনের সকল সদস্য উপস্থিত থাকবেন। এতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং জাতিসংঘের প্রতিনিধিরা অংশ নেবেন।

‎কূটনৈতিক মহলে নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন বা অস্পষ্টতা থাকলে এই বৈঠকের মাধ্যমে কমিশন তা নিরসন করতে চায় বলেই এ আয়োজন।

বিজ্ঞাপন

‎নির্বাচন কমিশনার জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কমিশনের বর্তমান প্রস্তুতি, নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়গুলো কূটনীতিকদের সামনে বিস্তারিত তুলে ধরা হবে।

এ ছাড়া নির্বাচনের সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কেও তাদের অবহিত করা হবে।

‎সারাবাংলা/এনএল/ইআ