Saturday 24 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি-২০ বিশ্বকাপ ২০২৬
বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে সুযোগ—কী ভাবছে স্কটল্যান্ড?

স্পোর্টস ডেস্ক
২৪ জানুয়ারি ২০২৬ ১৪:১১

বাংলাদেশ যদি বিশ্বকাপ বয়কট করে, তাহলে তাদের জায়গা কে নেবে? বিসিবির বিশ্বকাপ বর্জনের ঘোষণার আগে থেকেই ঘুরপাক খাচ্ছিল এমন প্রশ্ন। বিশ্বের প্রায় সব গণমাধ্যমই বলছে, বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকেই দেখা যেতে পারে আসন্ন টি-২০ বিশ্বকাপে। তবে যে স্কটল্যান্ডকে নিয়ে এত আলোচনা, তারা ঠিক কী ভাবছেন?

নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে খেলতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ। আইসিসির সঙ্গে বেশ কয়েকবার বৈঠকের পরেও এই ইস্যুর সুরাহা হয়নি। আইসিসি যেকোনো সময়ই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পরিবর্তে অন্য একটি দলকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করতে পারে।

ইএসপিএন জানিয়েছিল, র‍্যাংকিংয়ে এগিয়ে থাকায় বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকেই বেছে নিচ্ছে আইসিসি। বর্তমানে বিশ্বকাপ না খেলার অধিকার থাকা দলের মধ্যে স্কটিশরা র‍্যাংকিংয়ে সবচেয়ে এগিয়ে। ১৮২ রেটিং ও ৪১৭৮ পয়েন্ট নিয়ে তারা ১৪ নম্বরে অবস্থান করছে।

বিজ্ঞাপন

স্কটল্যান্ড বোর্ডের যোগাযোগ বিভাগের প্রধান চার্লজ প্যাটারসন অবশ্য সরাসরি বিশ্বকাপে খেলার ব্যাপারে মুখ খুলতে নারাজ। তিনি সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘প্রক্রিয়াধীন একটি বিষয়ে আমরা এখন কোনো মন্তব্য করতে পারছি না। পরিস্থিতি বদলালে আমাদের ওয়েবসাইটে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দেওয়া হবে।’

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, এরই মধ্যে বিশ্বকাপে খেলার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে স্কটল্যান্ড জাতীয় দল। আইসিসির সবুজ সংকেত পেলেই স্কোয়াড ঘোষণা করবেন তারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর