Saturday 24 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশটাকে আমরা কারো গোলামীতে পরিণত করতে চাই না: আমির হামজা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২৬ ১৫:৪১

কুষ্টিয়া: কুষ্টিয়া-৩ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, ‘এই দেশের জন্য ভারতের আগ্রাসনের বিরুদ্ধে যে মানুষগুলো জীবন দিয়েছে আল্লাহ তাদেরকে যেন শাহাদতের মর্যাদা দান করেন। আমরা তাদের পথেই চলতে চাই। কারণ এই দেশটাকে আমরা আর কারো গোলামীতে পরিণত করতে চাই না।’

শনিবার (২৪ জানুয়ারি) সকালে কুষ্টিয়া কুমারখালী উপজেলায় শহিদ আবরার ফাহাদের কবর জিয়ারতের পরে এমন মন্তব্য করেন তিনি।

এ সময় আমির হামজা আরও বলেন, ‘আমাদের কুষ্টিয়ার কৃতি সন্তান বাংলাদেশের গর্ব শহিদ আবরার ফাহাদ তার কবরের পাশে দাঁড়িয়ে আছি। এত মেধাবী ছিল ছেলেটা আমরা তো শুনেছি। সে মেধার মূল্যায়ন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেয়ার কারণে এদেশের জালেম শাসক যারা তারা করেনি। শহিদের মর্যাদা আল্লাহ এত দিয়েছেন যে তারা মরে গেছে এই কথা বলাও নিষেধ। এমনকি ধারণা করাও যাবে না তারা মারা গেছে। তারা শুধু এই জগত থেকে আর একটা জগতে পাড়ি জমিয়েছে। এই দেশকে যেন আমরা সত্যিই আগামীতে বৈষম্যমুক্ত করে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি এই সমস্ত থেকে মুক্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি।’

বিজ্ঞাপন

এ সময় শহিদ আবরার ফাহাদের কবর বাবা বরকত উল্লাহ সহ স্থানীয় জামায়াত কর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর