Saturday 24 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারীর ৪ আসনে গণভোটের প্রচারণা জন্য এনসিপির প্রার্থী ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২৬ ১৬:০০ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬ ১৭:০৭

গণভোটের প্রচারণায় জন্য এনসিপির ঘোষিত দলীয় প্রার্থীরা।

নীলফামারী: গণভোটের প্রচারণায় জন্য নীলফামারীর চারটি আসনসহ ২৩৮টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এসব প্রার্থীর নাম ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে সারাদেশে সচেতনতা কার্যক্রম জোরদার করা হবে। প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে প্রত্যেক গ্রাম ও অলিগলিতে গণভোটের বার্তা পৌঁছে দেওয়া জরুরি। মাঠ পর্যায়ে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে, সেগুলো মোকাবিলায় এনসিপি গণভোটের প্রার্থী ঘোষণা করেছে।

বিজ্ঞাপন

নীলফামারীর চারটি আসনে ঘোষিত প্রার্থীরা হলেন- নীলফামারী-০১ (ডোমার-ডিমলা): এনসিপি নীলফামারী জেলা যুগ্ম সদস্য সচিব মো. রাশেদ ইসলাম, নীলফামারী-২ (নীলফামারী সদর): জেলা সদস্য সচিব ডা. মো. কামরুল ইসলাম দর্পন, নীলফামারী-৩ (জলঢাকা): জাতীয় যুব শক্তি নীলফামারী জেলার সংগঠক আহসান হাবিব রক্সি, নীলফামারী-৪ (কিশোরগঞ্জ-সৈয়দপুর): এনসিপির কিশোরগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়কারী আব্দুল কাইয়ুম।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আরও জানান, প্রার্থী ঘোষণার পর থেকেই সংশ্লিষ্ট আসনগুলোতে গণভোটের পক্ষে সংগঠিত প্রচারণা শুরু হবে। এছাড়া শনিবার বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পায়রা চত্বরে এনসিপির নির্বাচনী থিম সং ও গণভোটের থিম সং প্রকাশ করা হবে। এতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ থাকবে বলে জানান তিনি।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর