ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন ও শ্রাবণের নেতৃত্বে ঢাকাসহ বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ডাকাতদেরকে গ্রেফতার করা হয়। ভোর ৪টার দিকে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার ডাকাত দলের সদস্যরা হলো মাদারীপুরের রাজৈর থানার হৃদয়নন্দী গুচ্ছ গ্রামের মৃত ওহাব উকিলের ছেলে মো. কামাল উকিল (৪০), ফরহাদ শেখের ছেলে আলম শেখ (৩৫), নেত্রকোনার দুর্গাপুর থানা এলাকার আবচ্ছার উদ্দিনের ছেলে ইনছান মিয়া (২৫), নওগার বদলগাছী থানার রাজু মন্ডল (২৮), নোয়াখালীর নুর আলম (২৩), ঢাকা কেরানীগঞ্জের মো. উজ্জল (৩০)।
এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) (তদন্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার রাতে ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ে চান্দা ইউনিয়নের সলিলদিয়া ব্রিজের কাছে ডাকাতরা দেশি অস্ত্রশস্ত্র দিয়ে ডাকাতি করেছে। গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে তিন ডাকাতকে গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্যমতে শুক্রবার রাতভর অভিযান চালিয়ে ঢাকা মিরপুর ১২ এলাকার একটি বস্তি থেকে আরও তিনজন ডাকাতকে গ্রেফতার করা হয়। তারা সকলে একটি সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত ও দস্যু দলের সদস্য। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি পিকার উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।