মুন্সীগঞ্জ: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ডাকাতির চেষ্টাকালে ৬ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকদের মধ্যে সেনাবাহিনীর সাবেক একজন সদস্য ও পুলিশের সাবেক দুই সদস্য রয়েছেন।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম শনিবার (২৪ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে পদ্মা সেতুর উত্তর টোল প্লাজার সামনে থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সুপার জানায়, অভিযুক্তরা ডিবির পোশাক পরে হাইস গাড়িতে করে এক্সপ্রেসওয়েতে চলাচলরত যানবাহন থামিয়ে ডাকাতির চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশ তাদের হাতেনাতে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৪টি ডিবির পোশাক, ১ জোড়া হ্যান্ডকাফ, ১টি ওয়াকিটকি সেট, ১টি ইলেকট্রিক শক দেওয়ার মেশিন, ১টি লেজার লাইট এবং ডাকাতিতে ব্যবহৃত একটি হাইস গাড়ি উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।