Sunday 25 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইতিহাস গড়ে সাফ ফুটসালের শিরোপা জিতল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২৫ জানুয়ারি ২০২৬ ১১:৩৩ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ১৩:১৭

নারী সাফ ফুটসালের চ্যাম্পিয়ন বাংলাদেশ

টুর্নামেন্টের শুরু থেকেই ছিল তাদের দাপট। রাউন্ড রবিন পদ্ধতির এই টুর্নামেন্টের শেষ ম্যাচে জিতলেই শিরোপা ঘরে উঠবে, এই সমীকরণকে সামনে রেখেই মাঠে নেমেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। মালদ্বীপের বিপক্ষে শেষ ম্যাচ জিতেই ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়েরা। সাবিনার হ্যাটট্রিকে মালদ্বীপকে ১৪-২ গোলে বিধ্বস্ত করে প্রথমবার অনুষ্ঠিত হওয়া সাফ নারী ফুটসালের শিরোপা জিতল বাংলাদেশ দল।

ভারতকে ৩-১ গোলে হারিয়ে প্রতিযোগিতা শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে ৩-৩ ড্র করেছিল। পরের তিন ম্যাচে যথাক্রমে নেপালকে ৩-০ হারিয়েছিলেন তারা। গ্রুপ পর্বের আগের ম্যাচে সাবিনা খাতুনের দুর্দান্ত এক হ্যাটট্রিকে পাকিস্তানকে ৯-১ গোলে বিধ্বস্ত করে শিরোপার আরও কাছে চলে গিয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। শেষ ম্যাচে জিতলেই পয়েন্ট তালিকার শীর্ষে থেকে চ্যাম্পিয়ন হতো বাংলাদেশ।

বিজ্ঞাপন

থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে মালদ্বীপের সঙ্গে প্রথমে গোল হজম করে একটু বিপাকেই পড়েছিল বাংলাদেশ। তবে এরপর ঠিকই দুর্দান্তভাবে ম্যাচে ফিরেছে বাংলাদেশ।

আগের ম্যাচের মতো আজও হ্যাটট্রিক করেছেন অধিনায়ক সাবিনা। গুণে গুণে মালদ্বীপের জালে ১৪ বার বল জড়িয়েছে বাংলাদেশের মেয়েরা। গোল হজম করেছে মাত্র দুটি।

শেষ পর্যন্ত ১৪-২ গোলের জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থেকেই সাফ নারী ফুটসালের প্রথম আসরের শিরোপা জিতে নিল বাংলাদেশের মেয়েরা।

সারাবাংলা/এফএম