ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিএনপির শরিক দল গণসংহতি আন্দোলনের প্রার্থী ও দলটির প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, এবারের নির্বাচন হচ্ছে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার নির্বাচন।
শনিবার (২৪ জানুয়ারি) বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদে এক নির্বাচনি উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।
জোনায়েদ সাকি বলেন, ‘এ রাষ্ট্রের ভিত্তি জনগণ। জনগণ মানে আমি-আপনি-আমরা সবাই। একজন মানুষের অধিকারই ১৮ কোটি মানুষের অধিকার। সবার অধিকার সমান। মানবিক মর্যাদা প্রতিষ্ঠার লড়াইয়ে কোনো ধর্ম, জাতি কিংবা নারী-পুরুষের ভেদ নেই।’
তিনি বলেন, বাঞ্ছারামপুরকে নিরাপদ করতে হবে। এখানে সন্ত্রাসের আধিপত্য চলতে দেওয়া যাবে না। রাজনৈতিক হানাহানি ও খুনাখুনি বন্ধ করে শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতে হবে।
উন্নত ও নিরাপদ বাঞ্ছারামপুর গড়ার আহ্বান জানিয়ে সকালে নিজ ইউনিয়ন ফরদাবাদের কলাকান্দি গ্রামে বাড়ি বাড়ি গিয়ে নারী-পুরুষ, পথচারী, দোকানি, কৃষক ও শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন জোনায়েদ সাকি।
পরে ফরদাবাদ ইউনিয়নের নিজকান্দি, পূর্ব হাটি, পূর্ব কান্দা, ফরদাবাদ, দক্ষিণ পাড়া, মধ্যপাড়া ও উত্তর পাড়ায় ধারাবাহিকভাবে জনসংযোগ ও উঠান বৈঠক করেন তিনি।
এসব বৈঠকে গণসংহতি আন্দোলনের এ প্রার্থী আশ্বাস দিয়ে বলেন, নির্বাচিত হলে খেটে খাওয়া মানুষ তাদের ন্যায্য হিস্যা অনুযায়ী অধিকার পাবেন। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট ও সেতুর উন্নয়নসহ কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর করা হবে।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘ভোট চুরি করতে দেবেন না। ভোট চুরি করেই দেশ ধ্বংস করা হয়েছে। আমরা শান্তিপূর্ণ ভোট চাই। মানুষের ভোটে আমরা জিততে বা হারতে চাই— জোর করে জয় নয়।’
বিএনপি ও গণসংহতি আন্দোলনের যুগপৎ আন্দোলনের কথা উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমার কোনো চাওয়া-পাওয়া নেই। জনগণের স্বার্থের বাইরে আমাদের কোনো আলাদা স্বার্থও নেই।’