ঢাকা: জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থান চলাকালে পুলিশের গুলিতে নিহত বিইউপি শিক্ষার্থী শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ তার বিরুদ্ধে ওঠা ‘ভাই ব্যবসা’ অভিযোগের জবাব দিয়েছেন। তিনি বলেছেন, ভাইয়ের হত্যার বিচার নিশ্চিত করতেই রাজনীতিতে যুক্ত হয়েছেন একে কোনোভাবেই ব্যক্তিস্বার্থ বা ব্যবসা বলা যায় না।
রোববার (২৫ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের অবস্থান তুলে ধরেন স্নিগ্ধ।
স্নিগ্ধ তার পোস্টে লিখেছেন, আগে তার একটি গোছানো জীবন ও স্থিতিশীল ক্যারিয়ার ছিল। একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে নিজের পড়াশোনা, ব্যক্তিগত খরচ ও শখ পূরণ করতেন নিজের উপার্জনে। কিন্তু জুলাই আন্দোলনে ভাইকে হারানোর পর তার জীবন পুরোপুরি বদলে যায়।
স্নিগ্ধ লিখেছেন, শত হুমকির মুখেও মুগ্ধর ‘পানি লাগবে’ ভিডিও প্রকাশ করে হত্যার বিচার দাবিতে সরব হন তিনি। এরপর বড় ভাইকে সঙ্গে নিয়ে আদালত, থানা ও বিভিন্ন দফতরে ঘুরে ঘুরে সিসিটিভি ফুটেজসহ হত্যার প্রমাণ সংগ্রহ করেন। এই প্রক্রিয়ায় ব্যক্তিগত ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হলেও তিনি পিছু হটেননি।
তিনি আরও জানান, দেশের বাইরে পড়াশোনার সুযোগ ছেড়ে বিনা পারিশ্রমিকে জুলাই ফাউন্ডেশনে যুক্ত হয়ে শহিদ ও আহতদের জন্য কাজ করেছেন। সরকারি দফতরে দফতরে ঘুরে ফাউন্ডেশন গড়ে তুলতে গিয়ে তিনি ফ্রিল্যান্সিং থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়েন।
স্নিগ্ধ বলেন, দীর্ঘদিন চেষ্টা করেও যখন বিচার নিশ্চিত করা সম্ভব হচ্ছে না বলে মনে হয়েছে, তখন রাজনৈতিকভাবে বিচারের পথ সুগম করতে রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন। মাত্র ২০ টাকার একটি ফর্ম পূরণ করেই তিনি রাজনৈতিক দলে যোগ দেন বলে দাবি করেন।
ফেসবুক পোস্টে প্রশ্ন রেখে তিনি বলেন, ‘এখন বলুন, আমি কীভাবে ভাই ব্যবসা করলাম?’
তিনি অভিযোগ করেন, কোনো প্রমাণ ছাড়াই তাকে অসৎ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। রাজনীতিতে যুক্ত হওয়া মানেই ব্যবসা এই ধারণা থেকেও বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।
তার ভাষায়, রাজনীতি কোনো ব্যবসা নয়; বরং যারা রাজনীতিকে ব্যবসায় পরিণত করেছে, তারাই বারবার জনগণের সমর্থন পাচ্ছে—এ বিষয়েও প্রশ্ন তোলেন তিনি।