Sunday 25 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি-২০ বিশ্বকাপ ২০২৬
বাংলাদেশের জন্য ‘ন্যায়বিচার’ চান আফ্রিদি

স্পোর্টস ডেস্ক
২৫ জানুয়ারি ২০২৬ ১২:৫০

বিশ্বকাপ বয়কট করেছে বাংলাদেশ

চরম নাটকীয়তার পর অবশেষে টি-২০ বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছে বাংলাদেশ। বাংলাদেশকে বাদ দিয়ে গ্রুপ পর্বে আমন্ত্রণ জানানো হয়েছে স্কটল্যান্ডকে। ক্রিকেট বিশ্বে এই ঘটনা একেবারেই বিরল। বাংলাদেশ তো বটেই, পাকিস্তানের সাবেক ক্রিকেটাররাও এই ইস্যুতে বেশ সোচ্চার। সাবেক বিশ্বকাপজয়ী পাকিস্তান অধিনায়ক শহিদ আফ্রিদি বলছেন, বাংলাদেশের জন্য ন্যায়বিচার চান তিনি।

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরপরই ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। একের পর এক বৈঠক, আলোচনা, চিঠি চালাচালির পরেও আসেনি সমাধান। অবশেষে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় বাংলাদেশ। বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে স্কটল্যান্ড।

বিজ্ঞাপন

নিজের ভেরিফায়েড এক্স একাউন্টে আফ্রিদি লিখেছেন, ‘একজন সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে, যে বাংলাদেশে এবং আইসিসির বিভিন্ন ইভেন্টে খেলেছে, আমি আজ আইসিসির এই ধারাবাহিকতাহীন সিদ্ধান্তে গভীরভাবে হতাশ। ২০২৫ সালে পাকিস্তানে না যাওয়ার বিষয়ে ভারতের নিরাপত্তার অজুহাত আইসিসি মেনে নিয়েছে, অথচ বাংলাদেশের ক্ষেত্রে একই বিষয় বোঝার ব্যাপারে তারা নারাজ বলে মনে হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘তিনি আরও যোগ করেন, “ধারাবাহিকতা এবং ন্যায্যতা হলো বিশ্ব ক্রিকেটের শাসনের ভিত্তি। বাংলাদেশের খেলোয়াড় এবং তাদের কোটি কোটি ভক্ত সম্মান পাওয়ার দাবি রাখে, দ্বিমুখী নীতি নয়। আইসিসির উচিত সেতুবন্ধন তৈরি করা, তা ভেঙে ফেলা নয়।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর