Sunday 25 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কে অ্যান্ড কিউ’র বোনাস শেয়ার বাতিল

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৬ ১৩:৪৯ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ১৫:১৭

-ছবি : সংগৃহীত

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত ‘কে অ্যান্ড কিউ’-এর ঘোষিত বোনাস শেয়ার ইস্যুর বিষয়টি বিবেচনায় নেওয়ার জন্য আবেদন বাতিল করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে ‘কে অ্যান্ড কিউ’-এর পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৬ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। যা শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে সম্মতি দেয়নি বিএসইসি। পরে এ নিয়ে আপিল করেও সম্মতি পায়নি কোম্পানিটি।

এর কারণ হিসেবে বিএসইসি জানিয়েছে, অপর্যাপ্ত সংরক্ষিত মুনাফা ও নিরীক্ষা প্রতিবেদনে বিভিন্ন বিষয়ে নিরীক্ষকের আপত্তি।

বিজ্ঞাপন