Sunday 25 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবু সাঈদ হত্যা: বেরোবির ভিসিসহ আসামিদের সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৬ ১৩:৩২

জুলাই আন্দোলনের প্রথম শহিদ আবু সাঈদ। ছবি: সংগৃহীত

ঢাকা: জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহিদ আবু সাঈদ হত্যাকাণ্ডে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) তৎকালীন উপাচার্য হাসিবুর রশীদসহ ৩০ জন আসামির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার তৃতীয় দিনের যুক্তিতর্ক শেষে প্রসিকিউটর মিজানুল ইসলাম এই দাবি জানান।

রোববার (২৫ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি অনুষ্ঠিত হয়। প্যানেলের অপর সদস্য ছিলেন জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

শুনানিকালে ২০২৪ সালের ১৬ জুলাই আবু সাঈদ হত্যার সময় বেরোবি ক্যাম্পাসের মূল ফটকে ধারণ করা সিসিটিভি ফুটেজ আদালতে উপস্থাপন করা হয়। প্রসিকিউটর মিজানুল ইসলাম ভিডিওচিত্র বিশ্লেষণের মাধ্যমে দেখান। ঘটনার সময় আসামিরা কোথায় অবস্থান করছিলেন এবং কী ধরনের ভূমিকা পালন করেছিলেন। মামলার গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে এই ফুটেজ আদালতে উপস্থাপন করা হয়।

বিজ্ঞাপন

যুক্তিতর্ক শেষে প্রসিকিউটর বলেন, এই পর্যায়ে আমাদের যুক্তিতর্ক শেষ হয়েছে। আমরা আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করছি।

রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হওয়ার পর আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন আইনজীবী আমিনুল গণি টিটো। তিনি বেরোবির তৎকালীন প্রক্টর শরিফুল ইসলামসহ তিন আসামির পক্ষে শুনানি করেন।

বর্তমানে মামলার ৩০ আসামির মধ্যে ছয়জন কারাগারে রয়েছেন। সোমবার সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল এবং আনোয়ার পারভেজ।

এদিকে মামলার প্রধান অভিযুক্ত বেরোবির সাবেক উপাচার্য হাসিবুর রশীদসহ মোট ২৪ জন আসামি এখনও পলাতক রয়েছেন।

সারাবাংলা/টিএম/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর