Sunday 25 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তুরস্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ দূতাবাস কর্মকর্তার স্ত্রী নিহত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৬ ১৪:২৯ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ১৬:০৭

শাহাদাত হোসেন, তার স্ত্রী ও দুই সন্তান।

তুরস্কের আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা শাহাদাত হোসেন সপরিবারে দুর্ঘটনার শিকার হয়েছেন। এতে তার স্ত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন।

এ দুর্ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় শাহাদাত এবং তার দুই সন্তানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে তুরস্কের আঙ্কারায় এ দুর্ঘটনা ঘটে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে তুরস্কের আনতালিয়া যাওয়ার পথে শনিবার দুপুরে ইস্পারাতা এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন বাংলাদেশ দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা শাহাদাত হোসেন। এ সময় শাহাদাত ড্রাইভিং সিটে ছিলেন। দুর্ঘটনায় শাহাদাতের স্ত্রী ঘটনাস্থলে নিহত হন।

বিজ্ঞাপন

স্থানীয়দের সহযোগিতায় আশঙ্কাজনক অবস্থায় শাহাদাত এবং তার দুই সন্তানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা এখন নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে সে দেশের রাষ্ট্রদূত আমানুল হক দূতাবাসের একটি টিম নিয়ে ঘটনাস্থল পরিদর্শন এবং হাসপাতালে গেছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর