Sunday 25 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই মাস পর এনআইডি সংশোধন সেবা পুনরায় চালু

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৬ ২০:০৬ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ২১:৫২

-ফাইল ছবি : সারাবাংলা

ঢাকা: দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর আজ থেকে আবারও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২৫ জানুয়ারি) বিকেল থেকে কমিশনের সার্ভারে এই সেবাটি নাগরিকদের জন্য পুনরায় সচল করা হয়।

এ বিষয়ে এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানান, মূলত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকা চূড়ান্ত করা, ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (IPCV) এবং আউট অফ কান্ট্রি ভোটিং (OCV) সিস্টেম নিয়ে বড় ধরনের কারিগরি কাজ চলায় এই সেবা সাময়িকভাবে স্থগিত ছিল। এছাড়া ভোটের মাঠে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করাও ছিল অন্যতম কারণ।

মহাপরিচালক আরো বলেন, “আমাদের ভোটার তালিকা হালনাগাদের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আজ থেকে এনআইডি সংশোধন সেবা পুনরায় উন্মুক্ত করা হলো।”

বিজ্ঞাপন

উল্লেখ্য যে, জাতীয় নির্বাচনকে সামনে রেখে এনআইডি তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের ভুল তথ্য পরিবর্তন ঠেকাতে গত বছরের ২৪ নভেম্বর থেকে এই সংশোধন কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। আজ নতুন নির্দেশনার মাধ্যমে এটি সাধারণ মানুষের জন্য আবারও উন্মুক্ত করা হলো। এখন থেকে নাগরিকরা আগের মতোই অনলাইনে বা সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে এনআইডি সংশোধনের আবেদন করতে পারবেন।

সারাবাংলা/এনএল/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর