Monday 26 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লা লিগা
সহজ জয়ে শীর্ষে ফিরল বার্সা

স্পোর্টস ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৬ ০৮:২১

লা লিগায় উড়তে থাকা রিয়াল মাদ্রিদের কাছে একদিন আগে শীর্ষস্থান হারিয়েছিলেন তারা। বার্সেলোনা অবশ্য নিজেদের সেই অবস্থান ফিরে পেল ২৪ ঘণ্টার মধ্যেই। দানি অলমো, রাফিনহা ও লামিন ইয়ামালের দুর্দান্ত পারফরম্যান্সে রিয়াল ওবিয়েদোকে ৩-০ গোলে হারিয়ে লা লিগার শীর্ষে ফিরল বার্সা।

ক্যাম্প ন্যুতে ম্যাচের পুরো সময়েই ছিল বার্সার দাপট। প্রথমার্ধে বেশ কিছু সুযোগ পেলেও সেটা কাজে লাগাতে পারেনি বার্সা ফরোয়ার্ডরা। প্রথমার্ধ তাই শেষ হয় গোলশূন্যভাবেই।

দ্বিতীয়ার্ধের শুরুতেই বার্সাকে লিড এনে দেন অলমো। ৫২ মিনিটের মাথায় ডেডলক ভেঙে গোল করেন তিনি। ৫৭ মিনিটে ডিফেন্সের ভুলে বল পেয়ে গোল করেন রাফিনহা। এই মৌসুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২০ ম্যাচে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের গোল হলো ১২টি, অ্যাসিস্ট আছে ৫টি।

বিজ্ঞাপন

৭৩ মিনিটে চোখ ধাঁধানো গোলে বার্সার জয় নিশ্চিত করেন ইয়ামাল। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সা।

এই জয়ে ২১ ম্যাচে ১৭ জয় ও এক ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ৫২। আগের দিন শীর্ষে ওঠা রিয়াল মাদ্রিদ আবার দুই নম্বরে নেমে গেল ৫১ পয়েন্ট নিয়ে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর