Monday 26 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদালতের নির্দেশে ৫ প্রার্থীর মনোনয়ন গ্রহণ, ৯ জনকে প্রতীক বরাদ্দের অনুমতি

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৬ ১১:১৯

ঢাকা: আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উচ্চ আদালতের আদেশে পাঁচ প্রার্থীর মনোনয়ন গ্রহণ, বাছাই ও ৯ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২৫ জানুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন সই করা একাধিক চিঠিতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের এই সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়।

মনোনয়ন গ্রহণ ও প্রতীক বরাদ্দের বিস্তারিত

এখন পর্যন্ত উচ্চ আদালত থেকে প্রার্থী সংক্রান্ত ৩৪টি আদেশ কমিশনে এসেছে। এর মধ্যে ১৪টি আদেশের বিষয়ে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে এবং বাকিগুলোর যাচাই-বাছাই চলমান রয়েছে।

বিজ্ঞাপন

মনোনয়ন গ্রহণ ও বাছাইয়ের নির্দেশপ্রাপ্ত পাঁচ প্রার্থী হলেন-

  • সারোয়ার মিয়া (ফরিদপুর-৪)
  • মো. মাহবুবর রহমান (রংপুর-৫)
  • মো. নিলভ পারভেজ (ঢাকা-১৫)
  • মো. রফিকুল ইসলাম (জামালপুর-১)
  • আব্দুল্লা আল হোসেন (ঢাকা-১০)

প্রতীক বরাদ্দের নির্দেশপ্রাপ্ত ৯ প্রার্থী হলেন-

  • কাজী শরিফুল ইসলাম (নরসিংদী-৪),
  • রনী মোল্লা (গোপালগঞ্জ-২)
  • মো. হাসানুল ইসলাম (পাবনা-৩)
  • গাজী মাহাবুয়াউর রহমান (নড়াইল-১)
  • মুহাম্মাদ নেজামউদ্দিন (চট্টগ্রাম-১১)
  • মো. কামরুজ্জামান (যশোর-৫)
  • এস এম আব্দুল মান্নান (মানিকগঞ্জ-২)
  • মো. হুমায়ুন কবির (সিরাজগঞ্জ-৫) এবং
  • মো. সোহেল রানা (সিরাজগঞ্জ-২)।

নতুন করে প্রার্থীদের অন্তর্ভুক্তির ফলে অনেক আসনেই প্রতিদ্বন্দ্বিতার সমীকরণ বদলে যেতে পারে। ইসির তফসিল অনুযায়ী: প্রচারের শেষ সময় ১০ ফেব্রুয়ারি, সকাল সাড়ে ৭টা। আর ভোটগ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর