Monday 26 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ৭৯তম জন্মদিন আজ

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৬ ১১:৩০ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ ১২:০১

মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা: আজ ২৬ জানুয়ারি, বিএনপি মহাসচিব ও প্রবীণ রাজনীতিক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ৭৯তম জন্মদিন। ১৯৪৮ সালের এই দিনে ঠাকুরগাঁওয়ে জন্মগ্রহণ করেন তিনি। জন্মদিন উপলক্ষে একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক ‘নতুন বাংলাদেশ’ গড়ার প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপির এই শীর্ষ নেতা।

জন্মদিন উপলক্ষে রোববার (২৫ জানুয়ারি) রাত ১২টা ১ মিনিটে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকার নিজ বাসভবনে স্ত্রী রাহাত আরা বেগম ও পরিবারের সদস্যদের সঙ্গে কেক কাটেন মির্জা ফখরুল।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ব্যস্ত রাজনৈতিক কর্মসূচির মাঝেও তিনি জন্মদিনের সময়টুকু পরিবারের সঙ্গে কাটান।

বিজ্ঞাপন

সোমবার সকালে মির্জা ফখরুল জানান, টানা নির্বাচনি গণসংযোগের কারণে তার শারীরিক অবস্থা কিছুটা খারাপ। ধুলাবালি ও ঠান্ডা-গরমে গলা ব্যথায় ভুগছেন বলেও জানান তিনি।

জন্মদিন উপলক্ষে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানসহ দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা বার্তায় সিক্ত হয়েছেন তিনি।

নিজের প্রত্যাশার কথা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ব্যক্তিগত চাওয়া-পাওয়ার চেয়ে দেশের মানুষের মুক্তি, গণতন্ত্র ও মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠাই তার প্রধান লক্ষ্য। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে দেশে একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি দীর্ঘদিন শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন এবং পরে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন। ২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় সম্মেলনে তিনি দলের মহাসচিব নির্বাচিত হন।

রাজনৈতিক জীবনে তিনি দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং বিএনপি সরকারের আমলে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন সময়ে রাজনৈতিক মামলায় কারাবরণও করতে হয়েছে তাকে।

প্রবীণ এই রাজনীতিকের জন্মদিনে দেশজুড়ে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছেন নেতাকর্মী ও সমর্থকরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর