ঢাকা: আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনার সময় সাংবাদিকদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নতুন নির্দেশনা অনুযায়ী, গণনাকক্ষে উপস্থিত সাংবাদিকরা মোবাইল বা কোনো ইলেকট্রনিক ডিভাইস তো বটেই, এমনকি কলমও সঙ্গে রাখতে পারবেন না। তবে তথ্য টুকে রাখার জন্য তারা কেবল পেন্সিল ব্যবহারের সুযোগ পাবেন।
সম্প্রতি ইসির উপ-সচিব মো. মনির হোসেন সকল রিটার্নিং কর্মকর্তাকে এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য চিঠি পাঠিয়েছেন।
নির্দেশনাগুলো হলো-
নিষিদ্ধ সরঞ্জাম: গণনাকক্ষে প্রিজাইডিং অফিসার ও সহায়ক কর্মকর্তা ছাড়া আর কেউ (পোলিং এজেন্ট, সাংবাদিক ও পর্যবেক্ষক) মোবাইল ফোন, কলম বা কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না।
বিকল্প ব্যবস্থা: সাংবাদিক ও পর্যবেক্ষকরা তাদের কাজের প্রয়োজনে শুধুমাত্র পেন্সিল ব্যবহার করতে পারবেন।
যৌক্তিকতা: ভোট গণনার স্বচ্ছতা নিশ্চিত এবং ব্যালট পেপারে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দাগ বা পরিবর্তন রোধ করতেই এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, প্রচারণার শেষ সময় আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোটগ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।