ঢাকা: রাজধানীর খিলক্ষেত থানার ডুমনি বাজার এলাকায় ঢাকা-১৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।
সোমবার (২৬ জানুয়ারি) এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদের পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, রোববার ৬ জেলায় জামায়াতের নারী কর্মীদের ওপর হামলা হয়েছে। ব্যারিস্টার ফুয়াদ ভাইয়ের নির্বাচনি এলাকায় হামলা হয়েছে। আজ সকালে এনসিপি প্রার্থী আরিফুল ইসলাম আদীবের ওপর হামলা হয়েছে।
এভাবে প্রতিনিয়ত হামলার ঘটনা ঘটছে। প্রতিপক্ষ দল ”১১ দলীয় নির্বাচনি ঐক্য” জোটের বিজয় নিশ্চিত ভেবে তারা গুণ্ডামি শুরু করেছে। এভাবে প্রার্থীদের ওপর হামলা এটা মেনে নেওয়া যায় না। লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।