ঢাকা: আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কড়া বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন জারি করা ‘নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫’ অনুযায়ী, এবার নির্বাচনি প্রচারণায় কোনো ধরনের ড্রোন বা কোয়াডকপ্টার ব্যবহার করা যাবে না। সেসঙ্গে ভোটগ্রহণের দিনও আকাশ থেকে কোনো প্রকার যন্ত্রের মাধ্যমে পর্যবেক্ষণ বা প্রচার নিষিদ্ধ করা হয়েছে।
সম্প্রতি ইসির ৯ নম্বর ধারায় যানবাহন, মিছিল এবং ড্রোন ব্যবহারের ক্ষেত্রে এই কঠোর নির্দেশনা দেওয়া হয়। বিধিমালার মূল পয়েন্টগুলো নিচে তুলে ধরা হলো:
ড্রোন ও আকাশযান: নির্বাচনি প্রচার এবং ভোটগ্রহণের সময় কোনো ড্রোন বা কোয়াডকপ্টার ওড়ানো যাবে না। হেলিকপ্টার ব্যবহারের সুযোগ থাকলেও তা কেবল দলীয় প্রধান বা সাধারণ সম্পাদক পদমর্যাদার ব্যক্তিদের যাতায়াতের জন্য সীমাবদ্ধ থাকবে। হেলিকপ্টার থেকে লিফলেট বা ব্যানার প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ।
মিছিল ও শোডাউন: বাস, ট্রাক, নৌযান বা মোটরসাইকেল নিয়ে কোনো প্রকার মিছিল বা শোডাউন করা যাবে না। এছাড়া জনমনে আতঙ্ক সৃষ্টি করতে পারে এমন কোনো মশাল মিছিল (যানবাহনসহ বা ব্যতীত) করা যাবে না।
মনোনয়নপত্র দাখিল: রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কোনো মিছিল বা শোডাউন করা চলবে না। প্রার্থীর সাথে সর্বোচ্চ ৫ জন ব্যক্তি ভেতরে প্রবেশ করতে পারবেন।
দেয়াল লিখন ও পোস্টার: কোনো রাজনৈতিক দল বা প্রার্থী দেয়ালে লিখে বা ছবি এঁকে প্রচারণা চালাতে পারবেন না।
জীবন্ত প্রাণী: প্রচারণায় প্রতীক হিসেবে কোনো জীবন্ত প্রাণী (যেমন: আসল সিংহ, ঘোড়া বা নৌকা হিসেবে জীবন্ত কোনো কিছু) ব্যবহার করা যাবে না।
যানবাহন নিয়ন্ত্রণ: ভোটকেন্দ্রের নির্ধারিত সীমানার ভেতরে ও বাইরে কমিশন অনুমোদিত ব্যক্তি ছাড়া অন্য কেউ মোটরবাইক বা যান্ত্রিক বাহন চালাতে পারবেন না।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আচরণবিধি লঙ্ঘিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন।