Monday 26 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটে থাকছে ৩০ হাজার কেন্দ্রে বডিওর্ন ক্যামেরা

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৬ ১৪:১৫ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ ১৫:৪৯

-ছবি : সারাবাংলা

ঢাকা: নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০ হাজার ভোটকেন্দ্রে বডিওর্ন ক্যামেরা থাকবে।

সোমবার ২৬ জানুয়ারি দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

তিনি বলেন, নির্বাচনে ২৫ থেকে ৩০ হাজার বডিওর্ন ক্যামেরা থাকবে। এছাড়া পূজার সময় যে অ্যাপ ব্যবহার করা হয়েছিল, তা চালু রাখবে সংশ্লিষ্ট বাহিনী।

নির্বাচন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও গতি আনতে নতুন কিছু সিদ্ধান্তের কথা জানান সচিব। তিনি বলেন পোলিং অফিসার: প্রতি ৪০০ ইনভেলাপ বা ব্যালট সামলানোর জন্য একজন পোলিং অফিসার নিয়োজিত থাকবেন। গড়ে প্রতি ৩ হাজার ভোটারের জন্য একটি করে ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। সেসঙ্গে সচিব জানান, এবারের নির্বাচনে মোট ৭৬ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিজ্ঞাপন

আচরণবিধি ও লেভেল প্লেইং ফিল্ডনির্বাচনী পরিবেশ নিয়ে সচিব বলেন, “লেভেল প্লেইং ফিল্ড আছে বলেই রাজনৈতিক দলগুলো নির্ভয়ে অভিযোগ করতে পারছে।” তিনি আরও যোগ করেন, “নির্বাচন কমিশন কোনোভাবেই নির্ভার নয়। আচরণবিধি ভঙ্গ হলে সরাসরি ইলেকটরাল কমিটিকে জানানোর অনুরোধ করা হচ্ছে।

এ সময় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে সচিব বলেন, “এ বিষয়ে আদালতের কোনো আনুষ্ঠানিক নথি বা আদেশের কপি এখনো আমার হাতে পৌঁছায়নি।”

সারাবাংলা/এনএল/এসআর
বিজ্ঞাপন

সিইসির সঙ্গে বৈঠকে জামায়াত
২৬ জানুয়ারি ২০২৬ ১৫:৪৩

আরো

সম্পর্কিত খবর