Monday 26 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদিবসহ বিভিন্নস্থানে হামলার ঘটনায় এবি পার্টির নিন্দা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৬ ১৪:৩০ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ ১৫:৪৯

ঢাকা: ১১ দলীয় জোটের প্রার্থী ব্যারিস্টার ফুয়াদ, আরিফুল ইসলাম আদিবসহ দেশের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীর সমাবেশ ও নির্বাচনি কার্যক্রমে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

সোমবার (২৬ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি বলেন, গত শনিবার বিকেলে বরিশালের মুলাদী পৌরসভার চর টেকি এলাকায় ১১ দলীয় জোটের প্রার্থী ব্যারিস্টার ফুয়াদের পক্ষে নির্বাচনি প্রচার শুরু করেন জামায়াতে ইসলামী মুলাদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীরা। এ সময় যুবদলের কয়েকজন নেতা ঘটনাস্থলে এসে প্রচারে বাধা প্রদান করে এবং জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা ও মারধর করে।

বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায় রোববার (২৫ জানুয়ারি) বিএনপির সন্ত্রাসী গোষ্ঠীর সাবেক ছাত্রলীগ কর্মী স্বাধীন ও রনির নেতৃত্বে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনি কর্মী জোনায়েদকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরবর্তীতে তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় এবং তিনি এখনও চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (২৬ জানুয়ারি) ঢাকা-১৮ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবের ওপর খিলক্ষেত থানাধীন ডুমনি বাজার এলাকায় সংঘটিত হামলার ঘটনারও তীব্র নিন্দা জানান তিনি।

তিনি আরও বলেন, নির্বাচনি প্রচারের সময় পরিকল্পিতভাবে সংঘটিত এসব হামলা প্রমাণ করে যে, দেশে গণতন্ত্র ও সুস্থ রাজনীতির পরিবেশ চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। রোববার (২৫ জানুয়ারি) সারাদেশে নির্বাচনি প্রচারকালে কুমিল্লার মনোহরগঞ্জ, লালমনিরহাট, চুয়াডাঙ্গা, লক্ষ্মীপুর, যশোর, শরীয়তপুর ও চট্টগ্রামে পরিকল্পিতভাবে জামায়াতে ইসলামীর নারী ভোটকর্মীদের বাধা দেওয়া, মারধর ও হেনস্তার ঘটনা ঘটেছে। বিশেষ করে লালমনিরহাটে জামায়াতের নারী কর্মীদের হিজাব নিয়ে সংঘটিত ঘটনাটি পুরাতন ফ্যাসিবাদের চরিত্রকেই স্মরণ করিয়ে দেয়।

এবি পার্টির চেয়ারম্যান বলেন, ১১ দলীয় নির্বাচনি ঐক্য জোটের ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও বিজয় সম্ভাবনা দেখে প্রতিপক্ষ গোষ্ঠী দিশেহারা হয়ে ভয়ভীতি প্রদর্শন ও সহিংসতার পথ বেছে নিয়েছে। প্রার্থীদের ওপর এ ধরনের হামলা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়; বরং এটি সরাসরি গণতান্ত্রিক নির্বাচনি প্রক্রিয়ার ওপর নগ্ন আঘাত।

তিনি আরও বলেন, একের পর এক সহিংস ঘটনার দায় এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর। মাঠপর্যায়ে সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে তারা চরমভাবে ব্যর্থ হচ্ছে। জনগণের জানমালের নিরাপত্তা এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার স্বার্থে এবি পার্টির পক্ষ থেকে জোর দাবি জানানো হচ্ছে।

বিবৃতিতে এবি পার্টি স্পষ্টভাবে জানিয়ে দেয় যে, হামলা, মামলা কিংবা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে জনগণের স্বতঃস্ফূর্ত গণজোয়ার রোধ করা সম্ভব নয়। সকল প্রকার অগণতান্ত্রিক ও সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানায় এবি পার্টি।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

সিইসির সঙ্গে বৈঠকে জামায়াত
২৬ জানুয়ারি ২০২৬ ১৫:৪৩

আরো

সম্পর্কিত খবর