Monday 26 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনি ইশতেহার নিয়ে যা বললেন জামায়াত আমির

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৬ ১৭:২১ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ ১৮:৫০

জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ইনশাআল্লাহ, এই কণ্ঠস্বরের আলোকেই গড়ে উঠবে একটি ন্যায়ভিত্তিক, জনবান্ধব ও দায়িত্বশীল আগামীর বাংলাদেশ।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই প্রথম- জনগণের সরাসরি মতামতের ভিত্তিতে নির্বাচনি ইশতেহার প্রণয়নের উদ্যোগ ‘জনতার ইশতেহার’ (www.janatarishtehar.org) নেওয়া হয়েছে।

জামায়াত আমির পোস্টে আরও লিখেছেন, গত ১০ ডিসেম্বর ২০২৫ ‘জনতার ইশতেহার’-এর ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ আনুষ্ঠানিকভাবে চালু হয়। সেই আহ্বানে সাড়া দিয়ে দেশের সর্বস্তরের মানুষ যে দায়িত্ববোধ, সচেতনতা ও আগ্রহ নিয়ে মতামত দিয়েছেন তা আমাদের গভীরভাবে অনুপ্রাণিত করেছে। এ পর্যন্ত ‘জনতার ইশতেহার’ প্ল্যাটফর্মে আমরা ৩৭ হাজারেরও বেশি মতামত পেয়েছি। এই মতামতগুলো এসেছে-
• জাতীয় খাতভিত্তিক
• ৩০০টি সংসদীয় আসনভিত্তিক
• পেশাভিত্তিক
• অঞ্চল, শহর ও জেলাভিত্তিক ক্যাটাগরি থেকে

বিজ্ঞাপন

ডা. শফিকুর রহমান লিখেছেন, লিখিত মতামতের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক অডিও ও ভিডিও মতামতও আমাদের কাছে এসেছে- যা মানুষের আশা-আকাঙ্ক্ষা, অনুভূতি ও বাস্তব অভিজ্ঞতাকে আরও জীবন্ত করে তুলে ধরেছে। আপনাদের অংশগ্রহণই প্রমাণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইশতেহার হবে সত্যিকার অর্থেই ‘জনতার ইশতেহার’। এটি আপনাদেরই কণ্ঠস্বর, আপনাদেরই ভাবনা, আপনাদেরই স্বপ্ন। ইনশাআল্লাহ, এই কণ্ঠস্বরের আলোকেই গড়ে উঠবে একটি ন্যায়ভিত্তিক, জনবান্ধব ও দায়িত্বশীল আগামীর বাংলাদেশ।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর