বগুড়া: বগুড়ার গাবতলী উপজেলা বিএনপি’র স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও সুখানপুকুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শিপন আলীকে প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি ও আদর্শ বিরোধী অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে তাকে বহিস্কার করা হয়।
রবিবার (২৫ জানুয়ারি) বিকালে গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
জানা যায়, গত ২৪ জানুয়ারি রাতে বিএনপির এই নেতা শিপন আলী একই কক্ষে নারীসহ আটক হন। এলাকাবাসী ও স্থানীয়দের নজরদারিতে ওই নারী দীর্ঘদিন ধরে তার বাড়িতে যাতায়াত করছিলেন। প্রাথমিকভাবে শিপন আলী বিয়ের বিষয়টি অস্বীকার করেন। পরে ওই নারী ঈশিতা জানান, ৫ সেপ্টেম্বর ৫ লাখ টাকায় গোপনে কাবিন সম্পন্ন হয়েছিল। তবে রেজিস্ট্রি কাবিননামা বা কাজির উপস্থিতি তিনি পাননি। ঈশিতা অভিযোগ করেন, শিপন আলী ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার কারণে বিষয়টি গোপন রেখেছিলেন।
এদিকে এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে শিপন আলী পুলিশের সহায়তা নেন। গাবতলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরবর্তীতে স্থানীয়দের উপস্থিতিতে ওই রাতে নতুন করে ৭ লাখ টাকায় কাজির মাধ্যমে ঈশিতার সঙ্গে বিবাহ সম্পন্ন হয়।
গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. এনামুল হক নতুন জানান, দলের শৃঙ্খলা ও নীতিবিরোধী কর্মকাণ্ডের জন্য শিপন আলীকে বহিষ্কার করা হয়েছে।