Monday 26 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৬ ১৮:২৫

অ্যাডভোকেট শিপন আলী।

বগুড়া: বগুড়ার গাবতলী উপজেলা বিএনপি’র স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও সুখানপুকুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শিপন আলীকে প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি ও আদর্শ বিরোধী অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে তাকে বহিস্কার করা হয়।

রবিবার (২৫ জানুয়ারি) বিকালে গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

জানা যায়, গত ২৪ জানুয়ারি রাতে বিএনপির এই নেতা শিপন আলী একই কক্ষে নারীসহ আটক হন। এলাকাবাসী ও স্থানীয়দের নজরদারিতে ওই নারী দীর্ঘদিন ধরে তার বাড়িতে যাতায়াত করছিলেন। প্রাথমিকভাবে শিপন আলী বিয়ের বিষয়টি অস্বীকার করেন। পরে ওই নারী ঈশিতা জানান, ৫ সেপ্টেম্বর ৫ লাখ টাকায় গোপনে কাবিন সম্পন্ন হয়েছিল। তবে রেজিস্ট্রি কাবিননামা বা কাজির উপস্থিতি তিনি পাননি। ঈশিতা অভিযোগ করেন, শিপন আলী ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার কারণে বিষয়টি গোপন রেখেছিলেন।

বিজ্ঞাপন

এদিকে এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে শিপন আলী পুলিশের সহায়তা নেন। গাবতলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরবর্তীতে স্থানীয়দের উপস্থিতিতে ওই রাতে নতুন করে ৭ লাখ টাকায় কাজির মাধ্যমে ঈশিতার সঙ্গে বিবাহ সম্পন্ন হয়।

গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. এনামুল হক নতুন জানান, দলের শৃঙ্খলা ও নীতিবিরোধী কর্মকাণ্ডের জন্য শিপন আলীকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর