Monday 26 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে পর্যবেক্ষকদের আবেদনের নির্দেশ ইসির

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৬ ১৮:৪৮ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ ১৮:৫০

-ছবি : সংগৃহীত

ঢাকা: আসন্ন ভোট পর্যবেক্ষণের জন্য দেশি পর্যবেক্ষকদের কার্ড সংগ্রহের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত ওয়েব পোর্টালে আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে এই আবেদন সম্পন্ন করতে হবে।

‎সোমবার (২৬ জানুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেয়া হয়।

‎আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় তথ্য

‎নির্বাচন কমিশনের নিবন্ধিত ৮১টি সংস্থার মোট ৫৫,৪৫৪ জন পর্যবেক্ষককে এবার অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে:

‎* কেন্দ্রীয় পর্যবেক্ষক: ৭,৯৯৭ জন।

‎* স্থানীয় (আসনভিত্তিক) পর্যবেক্ষক: ৪৭,৪৫৭ জন।

‎আবেদনের ধাপসমূহ

‎* আগ্রহী পর্যবেক্ষকদের https://pr.ecs.gov.bd/ পোর্টালে প্রবেশ করতে হবে।

বিজ্ঞাপন

‎* ব্যক্তিগত তথ্য দিয়ে অনলাইনে আবেদন জমা দিতে হবে।

‎* আবেদন যাচাই-বাছাই শেষে অনুমোদিত হলে অনলাইন থেকেই পরিচয়পত্র ও গাড়ির স্টিকার ডাউনলোড করা যাবে।

‎* কেন্দ্রীয় পর্যবেক্ষকদের কার্ড ইসি সচিবালয় থেকে এবং স্থানীয় পর্যবেক্ষকদের কার্ড সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের মাধ্যমে অনুমোদিত হবে।

‎পর্যবেক্ষকদের জন্য পালনীয় নীতিমালা

‎‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫’ অনুযায়ী পর্যবেক্ষকদের বেশ কিছু কঠোর নিয়ম মেনে চলতে হবে:

‎নিরপেক্ষতা: পর্যবেক্ষণের সময় সম্পূর্ণ নিরপেক্ষ থাকতে হবে। কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর পক্ষে কাজ করা বা কোনো চিহ্ন বহন করা যাবে না।

‎ভোটকেন্দ্রে অবস্থান: ভোটকেন্দ্রে নির্দিষ্ট স্থানে অবস্থান করতে পারবেন, তবে নির্বাচনী কাজে কোনো হস্তক্ষেপ বা উপকরণ স্পর্শ করা যাবে না।

‎গোপন কক্ষ: কোনো অবস্থাতেই ভোটদানের গোপন কক্ষে (Secret Booth) প্রবেশ করা যাবে না।

‎উপহার গ্রহণ নিষিদ্ধ: প্রার্থী, রাজনৈতিক দল বা সংশ্লিষ্ট কোনো ব্যক্তির কাছ থেকে কোনো উপহার বা সুবিধা গ্রহণ করা যাবে না।

‎মিডিয়া ব্রিফিং: নির্বাচন চলাকালীন এমন কোনো মন্তব্য করা যাবে না, যা নির্বাচনী প্রক্রিয়াকে বিতর্কিত বা প্রভাবিত করতে পারে।

‎নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা এড়াতে শুধুমাত্র কমিশনের অনুমোদিত পরিচয়পত্রধারীরাই প্রবেশের সুযোগ পাবেন।

সারাবাংলা/এনএল/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর