Monday 26 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিরাপত্তাজনিত কারণে র‌্যাবের ফেসবুক পেইজ বন্ধ, নতুন আরেকটি চালু

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৬ ১৯:১১ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ ২০:৪৮

-ছবি : সংগৃহীত

ঢাকা: নিরাপত্তাজনিত কারণে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর বিদ্যমান অফিসিয়াল ফেসবুক পেইজ (Rapid Action Battalion – RAB online media cell)। তবে নতুন করে আরেকটি ফেসবুক পেইজ (Rapid Action Battalion– RAB) খোলা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধায় র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, অনিবার্য নিরাপত্তা জনিত কারণে এবং দাপ্তরিক সিদ্ধান্ত মোতাবেক র‌্যাব ফোর্সেস এর পূর্ববর্তী ফেসবুক পেইজটি ( Rapid Action Battalion – RAB online media cell, URL: https://facebook.com/rabforcesoffial) স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। র‌্যাব ফোর্সেস এর সকল অভিযানিক কর্মকান্ড, সচেতনতামূলক প্রচারণা এবং তথ্য আদান-প্রদানের লক্ষ্যে এখন থেকে নতুন অফিশিয়াল ফেসবুক পেইজটি সচল থাকবে। র‌্যাব ফোর্সেস এর নতুন অফিশিয়াল ফেসবুক পেইজ (Rapid Action Battalion– RAB; URL:https://www.facebook.com/RABHQ)।

বিজ্ঞাপন

দেশের সকল নাগরিক ও গণমাধ্যম কর্মীদের অনুরোধ করা যাচ্ছে যে, পূর্বের পেইজটির সঙ্গে বর্তমানে র‌্যাবের কোনো প্রকার সংশ্লিষ্টতা না থাকায় বিভ্রান্তি এড়াতে এবং সঠিক ও দ্রুত তথ্য পেতে নতুন পেইজটি অনুসরণ করার জন্য বিনীত অনুরোধ জানানো হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, র‌্যাব সবসময়ই সাধারণ মানুষের নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছে। আমাদের এই ডিজিটাল প্ল্যাটফর্ম পরিবর্তনের সিদ্ধান্তটিও একটি নিরাপদ এবং শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যেই নেওয়া হয়েছে। অপ্রাসঙ্গিক বা ভুয়া কোনো পেজ থেকে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে সচেতন থাকার আহ্বান জানানো হচ্ছে।

সারাবাংলা/এমএইচ/এসআর
বিজ্ঞাপন

বিইউবিটি রিসার্চ উইক শুরু
২৬ জানুয়ারি ২০২৬ ২০:৪৩

আরো

সম্পর্কিত খবর