ঢাকা: নির্বাচনি আচরণবিধিতে বড় ধরনের পরিবর্তন আনছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ভোটার স্লিপে প্রার্থীর নাম, প্রতীক ও দলীয় পরিচয় উল্লেখ করা যাবে। সেই সঙ্গে নির্বাচনি এলাকায় মাইক ব্যবহারের সীমাবদ্ধতাও শিথিল করা হচ্ছে।
সোমবার (২৬ জানুয়ারি) ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন। মূলত রাজনৈতিক দলগুলোর দাবির প্রেক্ষিতেই এই সংশোধনীর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইসি সচিব আরও জানান, নির্বাচন কমিশন মনে করছে এই পরিবর্তনের ফলে নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ আরও সহজ ও প্রাণবন্ত হবে।
বিধিতে যেসব পরিবর্তন আসছে:
ভোটার স্লিপ: আগের বিধি অনুযায়ী ভোটার স্লিপে প্রার্থীর নাম বা প্রতীকের ব্যবহার নিষিদ্ধ ছিল। সংশোধিত বিধি অনুযায়ী, প্রার্থীরা এখন থেকে ভোটারের নাম ও নম্বর ছাড়াও নিজের নাম, প্রতীক ও দলের নাম সম্বলিত স্লিপ বিতরণ করতে পারবেন।
মাইকের ব্যবহার: বর্তমান বিধি অনুযায়ী একটি নির্বাচনি এলাকায় একসঙ্গে তিনটির বেশি মাইক ব্যবহারের সুযোগ ছিল না। নতুন সিদ্ধান্তে এই কড়াকড়ি থাকছে না; প্রয়োজনে অধিক সংখ্যক মাইক বা লাউড স্পিকার ব্যবহার করা যাবে।
উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপি এই পরিবর্তনের দাবি জানিয়েছিল। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ তখন বলেছিলেন, ‘ভোটাররা যাতে সহজে ভোট দিতে উদ্বুদ্ধ হন, সেজন্য ভোটার স্লিপে প্রার্থীর নাম ও প্রতীক থাকা প্রয়োজন। এতে ভোটারদের তথ্য খুঁজে পেতে সুবিধা হয়।’