Tuesday 27 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন কাভারেজে প্রায় ৪ হাজার গণমাধ্যমকে পাস দিচ্ছে ইসি

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৬ ০৯:৪১

ফাইল ছবি : সারাবাংলা

‎ঢাকা: আসন্ন ১২ ফেব্রুয়ারির গণভোট ও সংসদ নির্বাচনকে সামনে রেখে সংবাদ সংগ্রহ ও প্রচারের সুবিধার্থে ৩ হাজার ৮১৮টি গণমাধ্যমকে বিশেষ পাস ও স্টিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২৬ জানুয়ারি) ইসির জনসংযোগ শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সরকার অনুমোদিত সব মিডিয়া হাউজের সাংবাদিক ও সংশ্লিষ্ট কর্মীদের জন্য ‘সাংবাদিক কার্ড’ এবং সংবাদপত্রের গাড়ির জন্য ‘স্টিকার’ ইস্যু করা হবে। এই সুযোগ পেতে আগ্রহী গণমাধ্যমগুলোকে আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে আবেদন সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

আবেদন প্রক্রিয়ার পরিসংখ্যান: ইসির তালিকায় থাকা গণমাধ্যমগুলোর মধ্যে রয়েছে:

বিজ্ঞাপন

‎অনলাইন পোর্টাল: ২৬৩টি নিউজ পোর্টাল, ১২৯টি দৈনিকের অনলাইন সংস্করণ, ১৮টি টিভির পোর্টাল এবং ৬১টি আঞ্চলিক অনলাইন মিডিয়া।

সংবাদপত্র: মোট ৩ হাজার ৩৪৭টি সংবাদপত্রের মধ্যে ঢাকা থেকে প্রকাশিত হয় ১ হাজার ৪২২টি এবং ঢাকার বাইরে থেকে ১ হাজার ৯৩৫টি।

অন্যান্য: সাপ্তাহিক ১,২৩১টি, পাক্ষিক ২১৫টি এবং মাসিক ৪৫১টি পত্রিকা ছাড়াও অর্ধসাপ্তাহিক, দ্বিমাসিক ও বার্ষিক প্রকাশনা এই তালিকার অন্তর্ভুক্ত।

‎নির্বাচন কমিশন মনে করছে, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের লক্ষ্যে গণমাধ্যমকর্মীদের এই ব্যাপক অংশগ্রহণ ইতিবাচক ভূমিকা রাখবে। আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

‎সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর