Tuesday 27 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটে সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার পেতে যেসব ডকুমেন্টস প্রয়োজন

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৬ ০৯:৫৬

-ছবি : সংগৃহীত

ঢাকা: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকদের অনলাইন পোর্টালে আবেদন করা বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার পেতে আগ্রহী গণমাধ্যমকর্মীদের আগামী ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।

‎গতকাল সোমবার (২৬ জানুয়ারি) রাতে ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক সকল রিটার্নিং কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত একটি নির্দেশনা পাঠিয়েছেন।

‎অনলাইন আবেদন ও প্রক্রিয়াকরণ:
‎ইসি জানিয়েছে, সাংবাদিক কার্ডের জন্য নির্ধারিত পোর্টাল (https://pr.ecs.gov.bd) ব্যবহার করে আবেদন করতে হবে। ঢাকায় কর্মরত সাংবাদিকদের কার্ড ইস্যু করবে ইসির জনসংযোগ শাখা এবং জেলা পর্যায়ের সাংবাদিকদের আবেদন অনুমোদন করবেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। আবেদন যাচাই-বাছাই শেষে সাংবাদিকরা নিজ নিজ কার্ড ও স্টিকার অনলাইন থেকেই ডাউনলোড ও প্রিন্ট করে নিতে পারবেন।

বিজ্ঞাপন

‎আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও সাইজ:

‎ছবি: ৩০০x৩০০ পিক্সেল (সর্বোচ্চ ২০০ কেবি)।
সই: ৩০০x৮০ পিক্সেল (সর্বোচ্চ ২০০ কেবি)।

‎এনআইডি ও অফিস আইডি: জেপিজি/পিডিএফ ফরম্যাট (সর্বোচ্চ ২০০ কেবি)।

প্রত্যয়নপত্র: প্রতিষ্ঠান প্রধান কর্তৃক অনুমোদিত তালিকা (সর্বোচ্চ ৪ এমবি)।

‎অন্যান্য: ডিএফপি মিডিয়া লিস্টের প্রমাণ বা পিআইডি কার্ড (যদি থাকে)।

‎ভোটকেন্দ্রে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে ইসি ‘নির্বাচনি সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক নীতিমালা-২০২৫’ অনুযায়ী আটটি প্রধান নির্দেশনা দিয়েছে-

সীমিত প্রবেশ: প্রিজাইডিং অফিসারকে জানিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করা যাবে। তবে গোপন কক্ষের (বুথ) ছবি তোলা বা ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ।

সময়সীমা: একই কক্ষে দুইজনের বেশি সাংবাদিক থাকতে পারবেন না এবং ১০ মিনিটের বেশি অবস্থান করা যাবে না।

সাক্ষাৎকার নিষিদ্ধ: ভোটকক্ষের ভেতরে কর্মকর্তা, এজেন্ট বা ভোটারদের সাক্ষাৎকার নেওয়া যাবে না।

সরাসরি সম্প্রচার: ভোটকক্ষের ভেতর থেকে ফেসবুক লাইভ বা সরাসরি সম্প্রচার করা যাবে না। লাইভ করতে হলে কক্ষ থেকে নিরাপদ দূরত্বে যেতে হবে।

ভোট গণনা: গণনা পর্যবেক্ষণ ও ছবি তোলা যাবে, তবে সরাসরি সম্প্রচার করা যাবে না।

আচরণবিধি: কোনো নির্বাচনি উপকরণ স্পর্শ করা যাবে না এবং কোনো প্রার্থী বা দলের পক্ষে-বিপক্ষে প্রচারণামূলক সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে।

ইসি স্পষ্ট জানিয়েছে, সাংবাদিকরা ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে নিরাপত্তার আওতায় থাকবেন এবং পেশাগত দায়িত্ব পালনে প্রিজাইডিং অফিসারের আইনি নির্দেশনা মেনে চলবেন। অসম্পূর্ণ তথ্য বা স্বাক্ষরবিহীন আবেদন বাতিল বলে গণ্য হবে।

বিজ্ঞাপন

আজ সলঙ্গা বিদ্রোহ দিবস
২৭ জানুয়ারি ২০২৬ ১১:২২

আরো

সম্পর্কিত খবর