ঢাকা: ধানের শীষ প্রতীকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও সুপ্রিম কোর্টের আইনজীবীদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লয়ার’স স্ট্যান্ড ফর ধানের শীষ শীর্ষক নির্বাচনি পদযাত্রা আজ।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল ৪টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি থেকে পদযাত্রা শুরু হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শেষ হবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সদস্য সচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পদযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন।
এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দফতর সম্পাদক অ্যাডভোকেট মো. জিয়াউর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, বুধবার (২৮ জানুয়ারি) দেশের সব আইনজীবী সমিতি থেকে একই কর্মসূচি পালন করা হবে।
এ ছাড়া দেশের প্রতিটি নির্বাচনি আসনে ধানের শীষ ও সমমনা প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারণা চালানোর জন্য আহ্বান জানানো হয়।