Tuesday 27 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘হেয়ারকাটে’র ধাক্কায় যমুনা অয়েলের মুনাফা কমলো ১৮%

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৬ ১৩:৪০

কোলাজ ছবি: সারাবাংলা

শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রাতিষ্ঠানিক আমানতে ‘হেয়ারকাট’ সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়েছে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের মুনাফায়। বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তের ফলে চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে কোম্পানিটির মুনাফা কমেছে প্রায় ১৮ শতাংশ।

যমুনা অয়েলের অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে কোম্পানিটির মুনাফা  ২১৭ কোটি টাকা। আগের অর্থবছরের একই সময়ে এ মুনাফার পরিমাণ ছিল ২৬৪ কোটি টাকা। এক বছরের ব্যবধানে মুনাফা কমেছে ৪৭ কোটি টাকা।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, একীভূত পাঁচ ব্যাংকের প্রাতিষ্ঠানিক আমানতকারীদের ২০২৪ ও ২০২৫ সালের আমানতের বিপরীতে কোনো সুদ দেওয়া হবে না। নিয়ন্ত্রক সংস্থার ভাষ্য অনুযায়ী, ব্যাংক একীভূত করার ক্ষেত্রে আন্তর্জাতিক রীতি অনুসরণ করেই এই ‘হেয়ারকাট’ পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। এর ফলে যমুনা অয়েলের চারটি ব্যাংকে রাখা বড় অঙ্কের আমানতের সুদ আয় বন্ধ হয়ে যায়, যা বর্তমানে সম্মিলিত ইসলামী ব্যাংকে স্থানান্তরিত হয়েছে।

আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে যমুনা অয়েল ব্যাংক আমানতের সুদ থেকে আয় করেছে ২৯৭ কোটি টাকা, যেখানে আগের অর্থবছরের একই সময়ে আয় ছিল ৩৮০ কোটি টাকা। অর্থাৎ এক বছরে সুদ আয় কমেছে ৮৩ কোটি টাকা। একই সময়ে ঋণের সুদসহ আর্থিক খরচও বেড়েছে ৭ কোটি টাকার বেশি।

এদিকে কোম্পানিটির মূল ব্যবসায়ও কিছুটা মন্দাভাব দেখা গেছে। জুলাই-ডিসেম্বর সময়ে যমুনা অয়েলের ব্যবসায়িক আয় হয়েছে ৮৯ কোটি টাকা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৯২ কোটি টাকা।

যমুনা অয়েল জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার কারণে সম্মিলিত ইসলামী ব্যাংকে রাখা আমানতের বিপরীতে চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে সুদ আয় হিসাবভুক্ত করা হয়নি। পাশাপাশি প্রথম প্রান্তিকে হিসাবভুক্ত সুদ আয়ও সমন্বয় (রাইট ব্যাক) করা হয়েছে। ভবিষ্যতেও এসব আমানত থেকে সুদ আদায় অনিশ্চিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে যমুনা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক মো. আমীর মাসুদ বলেন, ‘একীভূত হওয়া সম্মিলিত ইসলামী ব্যাংকে রাখা কিছু আমানতের সুদ স্থগিত থাকায় কোম্পানির সুদ আয় কমেছে, যার প্রভাব মুনাফায় পড়েছে।’

বিশেষজ্ঞদের মতে, রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলোর আয়ের বড় অংশই আসে ব্যাংক আমানতের সুদ থেকে। ফলে ব্যাংক একীভূতকরণে নেওয়া হেয়ারকাট সিদ্ধান্ত যমুনা অয়েলের মতো প্রতিষ্ঠানের আর্থিক ফলাফলে উল্লেখযোগ্য নেতিবাচক প্রভাব ফেলেছে।

সারাবাংলা/এসএ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর