ঢাকা: ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারও হামলার ঘটনা ঘটেছে। রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে কলেজের পিঠা উৎসবে অতিথি হিসেবে যোগ দিতে গেলে এ হামলার মুখে পড়েন নাসীরুদ্দীন পাটওয়ারী।
নাসীরুদ্দীন পাটওয়ারীর মিডিয়া উইংয়ের সদস্য শামিল আবদুল্লাহ অভিযোগ করেন, ‘ছাত্র নামধারী কিছু ব্যক্তি পরিকল্পিতভাবে শিক্ষার্থীরূপে এসে তার ওপর অতর্কিত হামলা চালায়। তারা মূলত মির্জা আব্বাসের অনুসারী।’
ঘটনার সময় ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যায়, একপক্ষ ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকে, অপরদিকে নাসীরুদ্দীনের সমর্থকরা ‘আল্লাহু আকবর’ স্লোগান দেন।
এর আগে গত শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় সিদ্ধেশ্বরী রোডের মৌচাক এলাকায় পথসভা চলাকালে একটি ভবন থেকে নোংরা পানি নিক্ষেপ করা হয় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর। পরে তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়।
ঘটনাগুলোকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বাড়ছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।