Tuesday 27 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অন্তর্বর্তী সরকার নতুন পে-স্কেল বাস্তবায়নে যাচ্ছে না: ফাওজুল কবির

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৬ ১৫:১১

– ছবি : সংগৃহীত

ঢাকা: মেয়াদ সীমিত সময়ের হওয়ায় অন্তর্বর্তী সরকার নতুন পে-স্কেল বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত নিচ্ছে না
বা বাস্তবায়নে যাচ্ছে না- বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

জ্বালানি উপদেষ্টা বলেন, পে-কমিশনের প্রতিবেদন শুধু গ্রহণ করা হয়েছে, বাস্তবায়নের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে পে-কমিশন নিয়ে সরকারি কর্মকর্তাদের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হচ্ছিল। বিক্ষোভ হয়েছিল, নানা রকম। সে ধারাবাহিকতায় একটি স্বাধীন পে-কমিশন প্রতিবেদন দিয়েছে। যাতে নতুন সরকার এসে একটি অচল অবস্থার সম্মুখীন না হয়, আমরা চাচ্ছি নতুন যে সরকার আসবে তাদের যাত্রাপথ স্মুথ হয়। যেই সরকারই আসুক।

বিজ্ঞাপন

তিনি বলেন, সুপারিশগুলো পরীক্ষা–নিরীক্ষার জন্য মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। তারা আর্থিক সক্ষমতা, মূল্যস্ফীতি ও পর্যায়ক্রমে বাস্তবায়নের বিষয়গুলো বিবেচনা করে মতামত দেবে। তবে ভবিষ্যতে নির্বাচিত সরকার চাইলে এ সিদ্ধান্ত বাতিল বা পরিবর্তন করতে পারবে।

পরবর্তী সরকার কি এ সুপারিশ বাতিল করতে পারবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পরবর্তী সরকার যে কোনো কিছু করতে পারে। এ সরকার যেমন একটি নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। পরবর্তী সরকার ঠিক একইভাবে ক্ষমতাপপ্রাপ্ত ওরা যেকোনো কিছু করতে পারে।

কমিটির সুপারিশ বাস্তবায়নে ১ লাখ ৬ হাজার কোটি টাকা ব্যয় হবে। এ অর্থের সংস্থান কীভাবে হবে- জানতে চাইলে উপদেষ্টা বলেন, ১ লাখ ৬ হাজার কোটি টাকা ব্যয় হবে- যদি পে-কমিশনের সুপারিশ হুবহু বাস্তবায়ন করা হয় এবং একই সময়ে যদি সব বাস্তবায়ন করা হয়। আর অর্থের সংস্থান কীভাবে হবে, সেটিও সংশ্লিষ্ট কমিটি খতিয়ে দেখবে।

তিনি বলেন, আমি সরকারি কর্মকর্তা ছিলাম, বাস্তবতা হলো এ ধরনের পে-কমিশন একসঙ্গে সব বাস্তবায়িত হয় না, পর্যায়ক্রমে হয়। সম্ভবত একটি পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

এ ধরনের সুপারিশ দিয়ে যাওয়ার কারণে পরবর্তী সরকারের জন্য চাপ হবে কি না- এমন প্রশ্নের জবাবে জ্বালানি উপদেষ্টা বলেন, আমরা একটি সীমিত সময়ের সরকার। আমরা অনেক কাজ করেছি যাতে আগামী সরকার উপকৃত হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর