Tuesday 27 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনি প্রচারে হামলায় ‘এবি পার্টি’র নিন্দা

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৬ ১৪:৫৪

ঢাকা: ঢাকা-৮ সংসদীয় আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনি প্রচারে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের সামনে নাসীরুদ্দীন পাটওয়ারীর শান্তিপূর্ণ নির্বাচনি গণসংযোগ চলাকালে ছাত্রদলের একটি উচ্ছৃঙ্খল গ্রুপ অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়। এ সময় তার ওপর একাধিক পচা ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।

এ ঘটনাকে গণতান্ত্রিক রাজনীতির ওপর সরাসরি আঘাত এবং নির্বাচনকে সহিংসতার দিকে ঠেলে দেওয়ার গভীর ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেছে এবি পার্টি।

বিজ্ঞাপন

এক যৌথ বিবৃতিতে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বিরোধী প্রার্থীদের ভয়ভীতি প্রদর্শন ও হামলার মাধ্যমে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার অপচেষ্টা নতুন নয়। তবে জনগণ এসব সন্ত্রাসী কৌশল প্রত্যাখ্যান করবে। গণতন্ত্রের পথ কখনো সন্ত্রাস দিয়ে রুদ্ধ করা যায় না।

নেতারা অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় সংশ্লিষ্ট প্রশাসন কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না।

বিবৃতিতে আরও বলা হয়, সব ধরনের বাধা ও সন্ত্রাস উপেক্ষা করে ১১ দলীয় জোট জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন অব্যাহত রাখবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর