Tuesday 27 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় শুরু হলো এপিএএন সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৬ ২০:০১

ঢাকা: ‎এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শিক্ষা ও গবেষণা নেটওয়ার্কিংয়ের সবচেয়ে বড় আসর ‘এশিয়া প্যাসিফিক অ্যাডভান্সড নেটওয়ার্ক’ (এপিএএন)-এর ৬১তম সম্মেলন ঢাকায় শুরু হয়েছে। পাঁচ দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনটি আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত চলবে।

‎মঙ্গলবার (২৭ জানুয়ারি) হুয়াওয়ে বাংলাদেশ-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‎বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই গবেষণা ও শিক্ষা বিষয়ক নেটওয়ার্কিং সম্মেলনটি যৌথভাবে আয়োজন করছে, এশিয়া প্যাসিফিক অ্যাডভান্সড নেটওয়ার্ক (এপিএএন), বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিআরইএন) এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (এইচইএটি) প্রকল্প।

বিজ্ঞাপন

‎সম্মেলনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের শিক্ষা ও আইসিটি খাতের প্রায় ৩০০ থেকে ৫০০ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। এতে বিভিন্ন দেশের জাতীয় গবেষণা ও শিক্ষা নেটওয়ার্ক (NREN), বিশ্ববিদ্যালয় ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

এ সম্মেলনের পৃষ্ঠপোষক হিসেবে হুয়াওয়ে আয়োজন করতে যাচ্ছে ‘হুয়াওয়ে এপিএসি ইন্টেলিজেন্ট এডুকেশন রাউন্ডটেবিল ২০২৬’ শীর্ষক একটি বিশেষ সেমিনার। এই সেমিনারে মূলত তিনটি বিষয়ের ওপর জোর দেওয়া হবে: ১. উচ্চশিক্ষার ডিজিটাল রূপান্তর ও অবকাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা। ২. ক্যাম্পাস নেটওয়ার্ক থেকে এআই-ভিত্তিক (AI-based) গবেষণা অবকাঠামো তৈরি। ৩. বিশ্ববিদ্যালয়ের পাঠদান ও প্রশাসনিক ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ।

‎সম্মেলনস্থলে স্থাপিত হুয়াওয়ের বুথে আধুনিক ‘স্মার্ট ক্যাম্পাস’ এবং ‘স্মার্ট ক্লাসরুম’ সল্যুশন প্রদর্শন করা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে হুয়াওয়ের প্রযুক্তি ব্যবহার করে কীভাবে সফলভাবে ক্যাম্পাস নেটওয়ার্ক ও স্মার্ট ক্লাসরুম বাস্তবায়ন করা হয়েছে, তা কেস স্টাডির মাধ্যমে দর্শনার্থীদের সামনে তুলে ধরা হচ্ছে।

‎হুয়াওয়ে জানায়, তারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ডিজিটাল রূপান্তরকে আরও ত্বরান্বিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যে সমন্বয় তৈরির মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক এবং ভবিষ্যতের উপযোগী স্মার্ট শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই এই অংশগ্রহণের মূল লক্ষ্য।

‎‎সারাবাংলা/এনএল/এসআর
বিজ্ঞাপন

ঢাকায় শুরু হলো এপিএএন সম্মেলন
২৭ জানুয়ারি ২০২৬ ২০:০১

আরো

সম্পর্কিত খবর