ঢাকা: এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শিক্ষা ও গবেষণা নেটওয়ার্কিংয়ের সবচেয়ে বড় আসর ‘এশিয়া প্যাসিফিক অ্যাডভান্সড নেটওয়ার্ক’ (এপিএএন)-এর ৬১তম সম্মেলন ঢাকায় শুরু হয়েছে। পাঁচ দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনটি আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত চলবে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) হুয়াওয়ে বাংলাদেশ-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই গবেষণা ও শিক্ষা বিষয়ক নেটওয়ার্কিং সম্মেলনটি যৌথভাবে আয়োজন করছে, এশিয়া প্যাসিফিক অ্যাডভান্সড নেটওয়ার্ক (এপিএএন), বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিআরইএন) এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (এইচইএটি) প্রকল্প।
সম্মেলনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের শিক্ষা ও আইসিটি খাতের প্রায় ৩০০ থেকে ৫০০ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। এতে বিভিন্ন দেশের জাতীয় গবেষণা ও শিক্ষা নেটওয়ার্ক (NREN), বিশ্ববিদ্যালয় ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
এ সম্মেলনের পৃষ্ঠপোষক হিসেবে হুয়াওয়ে আয়োজন করতে যাচ্ছে ‘হুয়াওয়ে এপিএসি ইন্টেলিজেন্ট এডুকেশন রাউন্ডটেবিল ২০২৬’ শীর্ষক একটি বিশেষ সেমিনার। এই সেমিনারে মূলত তিনটি বিষয়ের ওপর জোর দেওয়া হবে: ১. উচ্চশিক্ষার ডিজিটাল রূপান্তর ও অবকাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা। ২. ক্যাম্পাস নেটওয়ার্ক থেকে এআই-ভিত্তিক (AI-based) গবেষণা অবকাঠামো তৈরি। ৩. বিশ্ববিদ্যালয়ের পাঠদান ও প্রশাসনিক ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ।
সম্মেলনস্থলে স্থাপিত হুয়াওয়ের বুথে আধুনিক ‘স্মার্ট ক্যাম্পাস’ এবং ‘স্মার্ট ক্লাসরুম’ সল্যুশন প্রদর্শন করা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে হুয়াওয়ের প্রযুক্তি ব্যবহার করে কীভাবে সফলভাবে ক্যাম্পাস নেটওয়ার্ক ও স্মার্ট ক্লাসরুম বাস্তবায়ন করা হয়েছে, তা কেস স্টাডির মাধ্যমে দর্শনার্থীদের সামনে তুলে ধরা হচ্ছে।
হুয়াওয়ে জানায়, তারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ডিজিটাল রূপান্তরকে আরও ত্বরান্বিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যে সমন্বয় তৈরির মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক এবং ভবিষ্যতের উপযোগী স্মার্ট শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই এই অংশগ্রহণের মূল লক্ষ্য।